Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

পদ্মায় নৌকা ডুবে নিখোঁজ স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

পাবনা প্রতিনিধি

পদ্মায় নৌকা ডুবে নিখোঁজ স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার
পাবনার সুজানগরে পদ্মা নদীতে নৌকা ডুবে নিখোঁজ স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার। ছবি: আজকের পত্রিকা

পাবনার সুজানগরে পদ্মা নদীতে বেড়াতে গিয়ে নৌকা ডুবে নিখোঁজ স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে লাশ দুটি উদ্ধার করে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

সুজানগর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। মারা যাওয়া দুজন হলেন সদর উপজেলার কোলচরী গ্রামের দুলাল প্রামাণিকের ছেলে হৃদয় প্রামাণিক (২৩) ও তাঁর স্ত্রী মৌ আক্তার (১৯)। গতকাল শুক্রবার বিকেল ৬টার দিকে নৌকা ডুবে তাঁরা নিখোঁজ হয়েছিলেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে সুজানগর উপজেলার সাতবাড়িয়ায় কাঞ্চন পার্ক এলাকায় পদ্মা নদীতে বেড়াতে যান অনেকে। একপর্যায়ে ২০ থেকে ২৫ জন শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় ওঠেন। হঠাৎ করে স্রোতের টানে ডুবে যায় নৌকাটি। পরে আশপাশের লোকজনের সহায়তায় সবাই নদী থেকে উদ্ধার হতে পারলেও স্বামী-স্ত্রী নিখোঁজ হন।

সুজানগর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম বলেন, খবর পেয়ে সুজানগর ফায়ার সার্ভিস, রাজশাহী থেকে আসা ডুবুরি দল ও নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। কিন্তু শুক্রবার দুজনের সন্ধান মেলেনি। শনিবার সকাল থেকে আবার অভিযান শুরু করে সকাল ১০টার দিকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।

ঈশ্বরদী ইপিজেডে চাকরিচ্যুত শ্রমিকদের বিক্ষোভ

সিরাজগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী নিহত

বদলির ২ দিন পর রেস্টহাউসে বিদ্যুৎ প্রকৌশলীর লাশ

কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে রাবিতে প্রতীকী অনশন

এক উপজেলাতেই ২৫০ নিষিদ্ধ জালের কারখানা

বিএনপি নেতাকে হাতুড়িপেটা, জামায়াত নেতা রিমান্ডে

মুদি কর্মচারী থেকে ‘সাম্রাজ্যের মালিক’ সাড়ে ৬ কেজি হেরোইনসহ গ্রেপ্তার

ভ্যানে ধাক্কা দিয়ে পালালেন অ্যাম্বুলেন্সচালক, রোগীর মৃত্যু

জনতার হাতে সরকারি চাল নিয়ে ধরা পড়া কৃষক দল নেতা বহিষ্কার

ভাই-বোনকে কুপিয়ে হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ড