Ajker Patrika
হোম > অপরাধ > রাজশাহী

বগুড়ায় ছিনতাইয়ের পর পায়ের রগ কেটে ভান চালককে খুন

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় ছিনতাইয়ের পর পায়ের রগ কেটে ভান চালককে খুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় এক ব্যাটারিচালিত ভ্যানচালকের পায়ের রগ কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে পাওয়া গেছে তাঁর ভ্যানটি। তবে ভ্যানে ব্যাটারি ছিল না। এতে করে পুলিশ ধারণা করছে, ভ্যানের ব্যাটারি বা ভ্যান ছিনতাইয়ের জন্যই হয়তো খুন করা হয়েছে চালক হারুন ফকিরকে (৪৫)। 

আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলাটির সদর ইউনিয়নের করমজি ও কুশ্বহর গ্রামের মাঝামাঝি স্থানের একটি ধান খেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের দুই পায়ের রগ কাটা ও তাঁর মাথায়সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। 

নিহত হারুন ফকির সদর ইউনিয়নেরই বাড়িয়ে মাটিহাস ইসলামপুর গ্রামের মৃত মইনুদ্দিন ফকিরের ছেলে। তবে তিনি উপজেলার চামরুল ইউনিয়নের ঘাট মাঘড়া গ্রামে বসবাস করতেন। 

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, হারুন গভীর রাত পর্যন্ত ভ্যান চালাতেন। গতকাল রোববার বিকেলে তিনি ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন কিন্তু রাত গভীর হলেও বাড়ি ফেরেননি তিনি। পরে ভোরে ধান খেতে তাঁর মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ হেফাজতে নেয়। 

ওসি আবুল কালাম আজাদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পরিদর্শনে আছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে খুন করা হয়েছে হারুনকে। যে কারণেই খুন করা হোক না কেন তদন্তে সব বের হয়ে আসবে। জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। 

সমাজসেবার বদলে নিজের সেবা

এইচএসসি পাসেই রাবিতে প্রথম শ্রেণির চাকরি!

রাবির ভর্তি পরীক্ষা: রংপুরের পরীক্ষার্থীর আসন চট্টগ্রামে, চট্টগ্রামের পড়েছে ঢাকায়

রাজশাহীতে থানা ঘেরাওয়ের পর ওসির বদলি

পাউবোর সাবেক নির্বাহী প্রকৌশলী মালেকের আয়কর নথি জব্দের নির্দেশ

কারাগারে কয়েদিদের সঙ্গে আ.লীগ নেতাদের হাতাহাতির অভিযোগ

২ সন্তানকে বাঁচাতে গিয়ে আগুনে প্রাণ গেল মায়ের

হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জের সাবেক এমপি আজিজ রিমান্ডে

বড়াইগ্রামে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ১৭

চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত