বগুড়া প্রতিনিধি
বগুড়ায় ওয়াজ মাহফিলে গিয়ে গোলাম মোস্তফা (২২) নামের এক যুবককে উপুর্যপরি ছুরিকাঘাত করেছেন কয়েকজন যুবক। গত শুক্রবার রাত আটটার দিকে শহরের জয়পুরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গোলাম মোস্তফা শহরের মাটিডালী এলাকার শফিকুল ইসলামের ছেলে। তিনি মাটিডালী এলাকায় বেঙ্গল মোটরস নামের একটি মোটরস পার্টসের দোকান কর্মচারী।
গোলাম মোস্তফার বন্ধু বাপ্পী আজকের পত্রিকাকে জানান, তাঁরা কয়েক বন্ধু মিলে জয়পুরপাড়ায় ওয়াজ মাহফিলে যান। রাত আটটার দিকে ওয়াজ মাহফিলের পাশে নাগরদোলায় ওঠা নিয়ে বিরোধের হলে গোলাম মোস্তফার শরীরে উপুর্যপরি ছুরি দিয়ে আঘাত করেন একদল যুবক।
পরে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে বলেন, `গোলাম মোস্তফার শরীরে ছয়টি স্থানে ছুরি দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।'
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, `এ ঘটনায় রাতেই থানায় মামলা হয়েছে এবং সাকিব নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।'