চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা সীমান্ত থেকে ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করেছেন ৫৩ বিজিবির সদস্যরা। আজ বৃহস্পতিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল বুধবার দিবাগত রাতে মনাকষা বিওপির বটতলা নদীর পাড়ঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়েছে।
৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হাবিলদার মো. রেজাউল করিমের নেতৃত্বে মনাকষা বিওপির বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৭৪ থেকে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জের বিনোদপুরে নদীর পাড়ঘাট এলাকায় অবস্থান নেয়।
একপর্যায়ে রাত প্রায় ১টার দিকে চোরাকারবারিরা ওই এলাকায় প্রবেশ করলে টহলদল তাদের চ্যালেঞ্জ করে। এ সময় চোরাকারবারিরা একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।
লে. কর্নেল আরও বলেন, ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ব্যাগটি উদ্ধার করা হয়। ব্যাগে তল্লাশি চালিয়ে ৪৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।