Ajker Patrika
হোম > অপরাধ > রাজশাহী

দুই গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 

দুই গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

রাজশাহীর পুঠিয়া থানায় পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগের মামলা হয়েছে। এর আগে ভুক্তভোগীরা অভিযোগ করেছিলেন, মামলা নথিভুক্ত করতে পুলিশ গড়িমসি করছিল। পুলিশ আপস করতে চাপ দিচ্ছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৭ মে বিকেলে উপজেলার একটি ইউনিয়নের এক গৃহবধূ (২৫) ছাগল চরাতে বাড়ির পাশে বিলে যান। এ সময় আগে থেকে ওঁত পেতে থাকা একই গ্রামের লুতু শেখের ছেলে জহুরলাল (৩৫) ওই গৃহবধূকে মারধরে গুরুতর আহত করে একটি পাটখেতে নিয়ে যান। সেখানে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজন ভুক্তভোগীকে আহত অবস্থায় উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় পরদিন ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে অভিযুক্ত জহুরলালের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দেন। 

ভুক্তভোগীর স্বামী বলেন, ‘আমরা গরিব মানুষ আর অভিযুক্ত প্রভাবশালী। এ কারণে পুলিশ তাকে আটক করছে না। বরং এ ঘটনার পর থেকে কিছু টাকা নিয়ে বিষয়টি আপস করতে অভিযুক্তসহ থানার পুলিশ চাপ দিচ্ছে।’ 

অন্যদিকে গত ৭ জুলাই একই ইউনিয়নে ধর্ষণ চেষ্টার শিকার হন আরেক গৃহবধূ (২২)। কাঁচা ঘর লেপ দিতে মাটি আনার জন্য বাড়ির পাশে একটি বাঁশঝাড়ে যান তিনি। সেখানে ওই গ্রামের ফরমান আলী নামের (৪৫) এক ব্যক্তি তাঁকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনায় ওই ভুক্তভোগী পরদিন ৮ জুলাই ফরমান আলীকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দেন। সম্প্রতি থানার পুলিশ বিষয়টি মীমাংসা করে দিতে মোল্লাপাড়া পুলিশ ফাঁড়ির একজন ইনচার্জকে দায়িত্ব দেয়। তবে ভুক্তভোগী বিষয়টি আপস করতে নারাজ। 

এ বিষয়ে ভুক্তভোগী ওই গৃহবধূ বলেন, ‘১০ হাজার টাকা নিয়ে এ ঘটনা ভুলে যেতে বলে পুলিশ। তবে আমি এর সঠিক বিচার দাবি করছি। গত কিছুদিন থেকে স্থানীয় রাজনৈতিক নেতাসহ সমাজপতিদের কাছেও অভিযোগ দেওয়া হয়েছে।’ 

তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, ‘দুটি ঘটনা আমার জানা আছে। এর মধ্যে গত ৭ জুলাই যেটা অভিযোগ দিয়েছে, সেটি ধর্ষণ হয়েছে বলে মনে হয়নি। পারিবারিক ঝামেলার কারণে এই অভিযোগ হতে পারে। তবে ওই বিষয়ে মীমাংসা করতে মোল্লাপাড়া পুলিশ ফাঁড়ির একজন ইনচার্জকে দায়িত্ব দেওয়া হয়েছে। আর গত ১৭ মের ঘটনাটিও পারিবারিক ঝামেলার কারণে থানায় অভিযোগ দিয়েছে। আমরা মামলা নিতে প্রস্তুত। কিন্তু তারা দুই পক্ষ নিয়ে বসে একটা সমাধান চাইছে।’ 

পাবনায় বালু লুটের অপরাধে ৩ জনের কারাদণ্ড

চাকরি স্থায়ীকরণের দাবিতে মাস্টার রোল কর্মচারীদের বিক্ষোভ, রাবি উপাচার্য অবরুদ্ধ

ডোবার পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের

স্নাতকের ফল প্রকাশের আগেই রাবিতে প্রথম শ্রেণির চাকরি, তদন্ত কমিটি

দুর্গম চরাঞ্চলে মিলল যুবলীগ নেতার অর্ধগলিত মরদেহ

শেরপুরে সড়কে ডাকাতির প্রস্তুতি, যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ১০

আওয়ামী লীগ নেতা ‘ব্যাটারি বাবু’ ভবনে ঢুকে হাওয়া!

শেরপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালপুরে ইউপি সদস্যকে দুর্বৃত্তদের গুলি, অল্পের জন্য রক্ষা

রাবির ছাত্রী হলে আসন বণ্টনসহ নানা অনিয়ম নিরসনের দাবিতে অবস্থান, বিক্ষোভ