হোম > অপরাধ > রাজশাহী

নিজ ঘরে গৃহবধূকে গলা কেটে হত্যা

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের কালাই উপজেলায় নিজ ঘর থেকে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার উদয়পুর ইউনিয়নের দুধাইল নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

শিপন বেগম (৪২) নামে ওই গৃহবধূ নয়াপাড়ার তোজাম্মেল সরকারের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ঘরের দরজা খোলা রেখে ছোট ছেলে তুহিনকে (৮) নিয়ে ঘুমিয়ে ছিলেন শিপন বেগম। অন্য ঘরে ছিলেন বড় দুই ছেলে শিহাব হোসেন (২০) ও ছাব্বির হোসেন। স্বামী ছিলেন অন্য ঘরে। ভোরে গলাকাটা অবস্থায় শিপনের মরদেহ দেখে থানায় খবর দেন স্থানীয়রা। 

ঘটনাস্থল পরিদর্শন করেছেন জয়পুরহাট জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) ফারজানা হোসেন, সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার শহীদ সোহরাওয়ার্দী, সহকারী পুলিশ সুপার ইশতিয়াক হোসেন, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন, সিআইডি ক্রাইম সিন ইউনিট। 

শিপন বেগমের বড় মেয়ে সুলতানা আক্তার (২২) বলেন, ‘জমিজমা নিয়ে তাঁদের সঙ্গে প্রতিপক্ষ রাব্বিউল ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ ঘটনার জেরে দুর্বৃত্তরা আমার মাকে হত্যা করে থাকতে পারে। এই হত্যার সুষ্ঠু বিচার চাই।’

এ ব্যাপারে জানতে চাইলে রাব্বিউল ইসলামের মা আবেদা বেগম (৫০) বলেন, ‘আমার ছেলে তোজাম্মেল হোসেনের কাছে জায়গাটি বিক্রি করেছে। ছেলের আইডি কার্ড হারানোর জন্য এখন পর্যন্ত জায়গাটির দলিল করে দিতে পারে নাই। আমার ছেলে ঢাকায় থাকে, আর তাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়াবিবাদ হয় নাই। যড়যন্ত্রমূলকভাবে আমাদের ওপর দোষ চাপানো হচ্ছে। এই ঘটনার জন্য পুলিশ এসে আমার ছোট ছেলেকে থানায় নিয়ে গেছে।’

স্থানীয় ইউপি সদস্য নুরনবী সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘শুক্রবার রাত ৩টায় শিপন বেগমের মেজো ছেলে ছাব্বির হোসেন রাস্তায় এসে চিল্লাচিল্লি করছে— আমার মাকে হত্যা করেছে। চিৎকার শুনে প্রতিবেশীরা আসার পর দেখতে পায় গৃহবধূর স্বামী রক্ত বন্ধের জন্য কাপড় দিয়ে গলা চেপে ধরে আছেন। তখনো গৃহবধূ বেঁচে ছিলেন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আলামত হিসেবে ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে।’

এদিকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করলেও এ ঘটনায় রাব্বিউল ইসলামের ছোট ভাইকে আটকের বিষয়টি স্বীকার করেননি কালাই থানার ওসি এস এম মঈনুউদ্দীন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গৃহবধূ হত্যার এই বিষয়ে অনেককেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত করে প্রকৃত হত্যাকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করা হবে।’

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়