বগুড়ায় বাসে করে যাত্রী সেজে গাঁজার চালান নিয়ে যাওয়ার সময় একজনকে গ্রেপ্তার হয়েছে। আজ সোমবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল রোববার বিকেলে শহরের শহীদ জিয়াউর রহমান মেডিকেল (শজিমেক) হাসপাতালের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-১২।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. আবুল কালাম আজাদ (৪৫)। তিনি লালমনিরহাটের কালিগঞ্জ উত্তর মুসরতমদাতি গ্রামের বাসিন্দা।
র্যাব জানায়, রংপুর-বগুড়া মহাসড়কে যাত্রীবাহী বাসে মাদকের বড় একটি চালান আসছে এমন সংবাদ পাওয়া যায়। এ তথ্যের ভিত্তিতে শজিমেক হাসপাতালের সামনে চেকপোস্ট বসায় র্যাব। চেকপোস্টে একটি বাসে তল্লাশি করে এক যাত্রীর কাছে ১৫ কেজি গাঁজা উদ্ধার হয়। পরে তাঁকে গ্রেপ্তার করে নিয়ে আসেন র্যাব সদস্যরা।
র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার সোহরাব হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক চালানের কথা স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সদর থানায় সোপর্দ করা হয়েছে।
বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা বলেন, আবুল কালাম আজাদ নামে এক ব্যক্তিকে র্যাব ১৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে মামলা দিয়ে আজ আদালতে পাঠানো হয়েছে।