Ajker Patrika
হোম > অপরাধ > রাজশাহী

চারঘাটে ঘুষ নেওয়া সেই তহসিলদার বরখাস্ত

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

চারঘাটে ঘুষ নেওয়া সেই তহসিলদার বরখাস্ত

রাজশাহীর চারঘাটের আলোচিত সেই ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা (তহসিলদার) আব্দুস সাত্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ভূমিসংক্রান্ত সেবাপ্রত্যাশীদের সেবার বিনিময়ে ঘুষ লেনদেনের অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। 

রাজশাহী জেলা প্রশাসকের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশ দেওয়া হয়। 

আব্দুস সাত্তার চারঘাট উপজেলার সরদহ ইউনিয়ন ভূমি অফিসে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা (তহসিলদার) হিসেবে কর্মরত আছেন। তাঁর বাড়ি রাজশাহী নগরীর কোর্ট স্টেশন এলাকায়। 

 গত বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাতে ফেসবুকে আব্দুস সাত্তারের একাধিক ভিডিও ছড়িয়ে পড়ে। ভূমি কার্যালয়ের ভেতরের ও বাইরের সেই সব ভিডিওতে একই ব্যক্তিকে ঘুষের টাকা নিয়ে দর-কষাকষি ও টাকা নিয়ে পকেটে ঢোকাতে দেখা যায়। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ভিডিওর ব্যক্তিটি আব্দুস সাত্তার বলে নিশ্চিত করেন। 

সেই ভিডিওর সূত্র ধরে দৈনিক আজকের পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। আজকের পত্রিকার প্রতিবেদনের বিষয়টি উল্লেখ করে রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল স্বাক্ষরিত এক অফিস আদেশে সরদহ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুস সাত্তারকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সাময়িক বরখাস্তের বিষয়ে অভিযুক্ত ওই ভূমি কর্মকর্তা আব্দুস সাত্তার কোনো মন্তব্য করতে রাজি হননি।

রাবির ভর্তি পরীক্ষা: রংপুরের পরীক্ষার্থীর আসন চট্টগ্রামে, চট্টগ্রামের পড়েছে ঢাকায়

রাজশাহীতে থানা ঘেরাওয়ের পর ওসির বদলি

পাউবোর সাবেক নির্বাহী প্রকৌশলী মালেকের আয়কর নথি জব্দের নির্দেশ

কারাগারে কয়েদিদের সঙ্গে আ.লীগ নেতাদের হাতাহাতির অভিযোগ

২ সন্তানকে বাঁচাতে গিয়ে আগুনে প্রাণ গেল মায়ের

হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জের সাবেক এমপি আজিজ রিমান্ডে

বড়াইগ্রামে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ১৭

চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

‘ঢাবি আধিপত্যের’ প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

ইউএনওর কক্ষে জামায়াত নেতাদের মারধর, বিএনপির ৪ নেতাকে শোকজ