রাজশাহীর চারঘাটের আলোচিত সেই ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা (তহসিলদার) আব্দুস সাত্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ভূমিসংক্রান্ত সেবাপ্রত্যাশীদের সেবার বিনিময়ে ঘুষ লেনদেনের অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
রাজশাহী জেলা প্রশাসকের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশ দেওয়া হয়।
আব্দুস সাত্তার চারঘাট উপজেলার সরদহ ইউনিয়ন ভূমি অফিসে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা (তহসিলদার) হিসেবে কর্মরত আছেন। তাঁর বাড়ি রাজশাহী নগরীর কোর্ট স্টেশন এলাকায়।
সেই ভিডিওর সূত্র ধরে দৈনিক আজকের পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। আজকের পত্রিকার প্রতিবেদনের বিষয়টি উল্লেখ করে রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল স্বাক্ষরিত এক অফিস আদেশে সরদহ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুস সাত্তারকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাময়িক বরখাস্তের বিষয়ে অভিযুক্ত ওই ভূমি কর্মকর্তা আব্দুস সাত্তার কোনো মন্তব্য করতে রাজি হননি।