নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে প্রায় ২০ লাখ টাকা মূল্যের ২০০ গ্রাম হেরোইনসহ মো. জমসেদ ওরফে নওসাদ ওরফে নাসা (৫৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে র্যাব তাঁকে আটক করে।
আজ শনিবার দুপুরে র্যাব-৫-এর রাজশাহীর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জমসেদ হেরোইনের চালানটি পৌঁছে দিতে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে আটক করে তল্লাশি করা হলে তাঁর কাছে হেরোইন পাওয়া যায়।
এ নিয়ে জমসেদের বিরুদ্ধে রাজশাহী রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামিকে রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। জমসেদের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ পশ্চিমপাড়া গ্রামে।