Ajker Patrika
হোম > অপরাধ > রাজশাহী

ফাঁড়ির পাশে পুলিশকে বেঁধে মোটরসাইকেল ছিনতাই, এসআই প্রত্যাহার

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

ফাঁড়ির পাশে পুলিশকে বেঁধে মোটরসাইকেল ছিনতাই, এসআই প্রত্যাহার

নাটোরের বাগাতিপাড়ায় পকেটখালি পুলিশ ফাঁড়ির পাশে এক পুলিশ সদস্য ও তাঁর স্ত্রীকে বেঁধে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার সন্ধ্যায় ওই ফাঁড়ির এক উপপরিদর্শক (এসআই) মাজহারুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। 

আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম। 

পুলিশ সূত্রে জানা গেছে, পুঠিয়া-বাঘা সড়ক হয়ে রাঙামাটি পুলিশ লাইনসে কর্মরত কনস্টেবল মেজবাহ উদ্দিন তাঁর স্ত্রী শিরিন সুলতানাকে মোটরসাইকেলে নিয়ে রাজশাহীর বাঘা উপজেলায় এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। বাগাতিপাড়া থানাধীন পকেটখালি পুলিশ ফাঁড়ি এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত সড়কে দড়ি বেঁধে তাঁদের পথ রোধ করে। পরে তাঁদের কাছ থেকে মোটরসাইকেল, স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় তারা। এ ছাড়া তাঁদের হাত-পা বেঁধে সড়কের পাশের গমখেতে ফেলে রেখে যায়। পরে দীর্ঘ সময় পরে খবর পেয়ে পুলিশ তাঁদের উদ্ধার করে। 

এ ঘটনায় শিরিন সুলতানা বাদী হয়ে বাগাতিপাড়া মডেল থানায় একটি মামলা করেন। পরে পকেটখালি পুলিশ ফাঁড়ির তদারকির দায়িত্বে থাকা বাগাতিপাড়া থানার এসআই মাজহারুল ইসলামকে প্রত্যাহার করে নাটোর পুলিশ লাইনসে পাঠানো হয়। 

মামলার অভিযোগে শিরিন সুলতানা বলেন, তাঁর স্বামী মেজবাহ উদ্দিন ২০১৮ সালে পকেটখালি পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি রাঙামাটিতে কর্মরত। তাঁদের গ্রামের বাড়ি কুষ্টিয়া। ছুটিতে বাড়ি এসে স্বামী তাঁকে নিয়ে গত বৃহস্পতিবার বগুড়াতে গিয়েছিলেন। বগুড়া থেকে ফিরতে রাত হওয়ায় তাঁরা বাঘায় আত্মীয়ের বাড়িতে রাত্রিযাপনের সিদ্ধান্ত নেন। এ জন্য রওনা হন পুঠিয়া-বাঘা সড়কে। রাত আনুমানিক ১০টার দিকে পকেটখালি পুলিশ ফাঁড়িতে পৌঁছান তাঁরা। সেখানে টহলরত পুলিশ সদস্যদের সঙ্গে তাঁর স্বামী কথাবার্তাও বলেন। তাঁদের কাছে বিদায় নিয়ে রওনা দেন তাঁরা। সেখান থেকে ৩০০ মিটার সামনে যাওয়ার পরেই দুর্বৃত্তরা পথ রোধ করে তাঁদের। 

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, শিরিন সুলতানা বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করেছেন। এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এখন পর্যন্ত কোনো সূত্র পাওয়া যায়নি। তবে পুলিশের একাধিক দল ছিনতাইকারীদের ধরতে মাঠে কাজ করছে। 

বাটার মোড়ের জিলাপি ছাড়া ইফতারই অপূর্ণ

বিলের মাঝে ৩ কোটির সেতু

২০০ ভাটার ১৯২টিই অবৈধ, নীরব প্রশাসন

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

বিএনপি নেতার বিরুদ্ধে মসজিদের চাল আত্মসাতের অভিযোগ তোলায় হামলা, আহত ৫

পাবনায় বালু লুটের অপরাধে ৩ জনের কারাদণ্ড

চাকরি স্থায়ীকরণের দাবিতে মাস্টার রোল কর্মচারীদের বিক্ষোভ, রাবি উপাচার্য অবরুদ্ধ

ডোবার পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের

স্নাতকের ফল প্রকাশের আগেই রাবিতে প্রথম শ্রেণির চাকরি, তদন্ত কমিটি

দুর্গম চরাঞ্চলে মিলল যুবলীগ নেতার অর্ধগলিত মরদেহ