রাজশাহীর পুঠিয়ায় চাঁদা না পেয়ে উপজেলা মডেল মসজিদ নির্মাণকাজের ঠিকাদারের ম্যানেজারকে জখমের অভিযোগে মামলা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় পুঠিয়া থানায় এ মামলা করেন হামলায় আহত আনোয়ার হোসেন।
গত ২০ অক্টোবর পুঠিয়া উপজেলা পরিষদ এলাকায় নবনির্মিত মডেল মসজিদে এ ঘটনা ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গণপূর্ত অধিদপ্তরের অধীনে পুঠিয়ায় উপজেলা মডেল মসজিদ নির্মাণ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান আবুল হোসেন ট্রেডার্স। গত ২০ অক্টোবর দুপুরে মসজিদের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় কিশোর গ্যাংয়ের সাত-আটজনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে নির্মাণাধীন এলাকায় আসে। এরপর ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে রড দিয়ে ঠিকাদারের ম্যানেজার আনোয়ার হোসেনকে মারধর ও রামদা দিয়ে কুপিয়ে জখম করা হয়। এ সময় শ্রমিকেরা এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। সেই সঙ্গে পুরো চাঁদার টাকা না দেওয়া পর্যন্ত নির্মাণাধীন কাজ বন্ধ রাখতে বলে হামলাকারীরা।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, চাঁদা না দেওয়ায় মডেল মসজিদের নির্মাণকাজে বাধা দেওয়া ও মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঠিকাদারের ম্যানেজার গত সোমবার রাতে সাতজনের নামে মামলা করেছেন। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা করছে।