হোম > অপরাধ > রাজশাহী

পূর্ববিরোধের জেরে ছুরিকাঘাতে যুবককে হত্যা, অভিযুক্ত আটক

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল গ্রামে পূর্ববিরোধের জেরে ছুরিকাঘাতে হাফিজুর রহমান (২৬) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের হান্ডিয়াল স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন।

ঘটনার পর অভিযুক্ত রমজান আলী ফকিরকে (৩৮) আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। তিনি বাঘলবাড়ী গ্রামের ইছামুদ্দিন ফকিরের ছেলে। 

মৃত হাফিজুর রহমান ওই ইউনিয়নের হাসুপুর গ্রামের ইউসুফ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, আজ সকাল সাড়ে ৮টার দিকে হাফিজুর রহমান স্থানীয় স্লুইসগেটের পাশের চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় রমজান আলী তাঁকে ডেকে স্লুইসগেটের পাশে নিয়ে গিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যান। গুরুতর আহতাবস্থায় হাফিজকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। এ সময় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয় এলাকাবাসী ও বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত রমজান আলীকে আটক করে পুলিশে খবর দেয়।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে অভিযুক্ত রমজান আলীকে আটক করা হয়। তবে কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।’

মাঝপথে দুই পিডির দরপত্র স্থগিত ২০০ ঠিকাদারের ক্ষতি ২ কোটি

আশ্রয়ণের ঘর ধ্বংসে দিশেহারা ৬০ পরিবার

প্রতিশ্রুতি দিলেও জয়পুরহাট সীমান্তে খুঁটি ও কাঁটাতারের বেড়া তুলে নেয়নি বিএসএফ

যুবদল নেতার বাড়িতে গুলির আগে পুলিশের সঙ্গে দুর্বৃত্তরা, নেতা-কর্মীদের বিক্ষোভ

জুলাই আন্দোলনে নিহত মেহেদিসহ তিন রাবি শিক্ষার্থীর মৃত্যুবিমা পরিশোধ করল জেনিথ লাইফ ইনস্যুরেন্স

প্রেমঘটিত কারণে দুই তরুণের দ্বন্দ্ব, মার খেলেন রাবির সমন্বয়ক

যৌন সম্পর্কের পর বিয়েতে অস্বীকৃতি: আজিজুল হক কলেজের শিক্ষক নেতাকে বদলি

১৫ পুলিশ হত্যা মামলা: লতিফ বিশ্বাসকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখমের ঘটনায় যুবদল নেতা বহিষ্কার

সংঘর্ষের পর বিজিবি-বিএসএফ বৈঠক: সীমান্তের ১৫০ গজে কৃষক ছাড়া কেউ যাবে না

সেকশন