Ajker Patrika
হোম > অপরাধ > রাজশাহী

রাজশাহীর ৪ গুদামে ৯২ হাজার ৬১৬ লিটার সয়াবিন ও পাম তেল

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর ৪ গুদামে ৯২ হাজার ৬১৬ লিটার সয়াবিন ও পাম তেল

রাজশাহীর চারটি গুদামে ৯২ হাজার ৬১৬ লিটার সয়াবিন ও পাম তেলের সন্ধান পাওয়া গেছে। আজ মঙ্গলবার বিকেলে পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে এই তেলের গুদামগুলো আবিষ্কার করে পুলিশ। 

রাজশাহী জেলা পুলিশ ও পুঠিয়া থানা পুলিশ বিকেল থেকে গুদামগুলোতে অভিযান শুরু করে। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন। এ খবর লেখা পর্যন্ত (সন্ধ্যা সোয়া ৬ টা) বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ নিয়ে এ অভিযান চলছিল। 

চারটি গুদামে বিপুল পরিমাণ ভোজ্যতেল মজুত জব্দে প্রশাসনের অভিযান।জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম জানান, চার গুদামে ৯২ হাজার ৬১৬ লিটার খোলা সয়াবিন ও পাম তেল পাওয়া গেছে। ব্যারেলে করে এসব তেল মজুত রাখা হয়েছে। চারটি গুদামে ৪৫৪ ব্যারেল তেল পাওয়া গেছে। প্রতিটি ব্যারেলে তেল আছে ২০৪ লিটার। 

ব্যবসায়ীর গুদামে বিপুল পরিমাণ ভোজ্যতেল। ছবি: আজকের পত্রিকাঅভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম।

এর আগে গতকাল সোমবার রাতে জেলার বাগমারা উপজেলার তাহেরপুর বাজারের এক গুদাম থেকে ২০ হাজার ৪০০ লিটার ভোজ্যতেল জব্দ করা হয়। এর মধ্যে বেশিরভাগই ছিল সয়াবিন তেল। বাকিটা ছিল সরিষার তেল। অভিযানে গুদামের মালিক শহিদুল ইসলাম স্বপনকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

আরও পড়ুন:

ছাত্র আন্দোলনের বিরোধিতা করা রুয়েটের ৪ শিক্ষক-কর্মকর্তার গুরুদণ্ড

রাবিতে নিজ বিভাগ থেকে সভাপতি দাবি: ভিসির আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

টিসিবির পণ্যবাহী ট্রাক আসতে দেরি, মানুষের হুড়োহুড়ি-সংঘর্ষ

রাবিতে নিজ বিভাগ থেকে সভাপতি নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি শিক্ষার্থীদের

সাদাপোশাকে তল্লাশি, ছিনতাইকারী সন্দেহে এএসআইকে আটকাল জনতা

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

বার কাউন্সিল পরীক্ষার আবেদন ফি ৩০০ টাকা করার দাবি রাবি শিক্ষার্থীদের

রাজশাহী কলেজে ফরম পূরণের ফি কমানোর দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

নাটোরে মুরগির খামারে মিলল ১৮০ গ্রাম ওজনের ডিম