রাজশাহীর চারটি গুদামে ৯২ হাজার ৬১৬ লিটার সয়াবিন ও পাম তেলের সন্ধান পাওয়া গেছে। আজ মঙ্গলবার বিকেলে পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে এই তেলের গুদামগুলো আবিষ্কার করে পুলিশ।
রাজশাহী জেলা পুলিশ ও পুঠিয়া থানা পুলিশ বিকেল থেকে গুদামগুলোতে অভিযান শুরু করে। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন। এ খবর লেখা পর্যন্ত (সন্ধ্যা সোয়া ৬ টা) বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ নিয়ে এ অভিযান চলছিল।
এর আগে গতকাল সোমবার রাতে জেলার বাগমারা উপজেলার তাহেরপুর বাজারের এক গুদাম থেকে ২০ হাজার ৪০০ লিটার ভোজ্যতেল জব্দ করা হয়। এর মধ্যে বেশিরভাগই ছিল সয়াবিন তেল। বাকিটা ছিল সরিষার তেল। অভিযানে গুদামের মালিক শহিদুল ইসলাম স্বপনকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
আরও পড়ুন: