হোম > অপরাধ > রাজশাহী

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ 

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে শাহজাদপুর থানায় ওই শিশুর মা বাদী হয়ে মামলা করেন। মামলায় আসান ওরফে পঁচা নামে এক ব্যক্তিকে আসামি করা হয়েছে। তিনি এখন পলাতক আছেন। এদিকে ওই শিশুকে জেলার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ নিয়ে জানতে চাইলে আজ বুধবার দুপুরে ওই শিশুর মা বলেন, ‘গত ১৬ ডিসেম্বর বিকেলে ওই শিশু কন্যা বাড়ির পাশে খেলা করছিল। পাশের বাড়ির আশান আলী ওরফে পঁচা আমার মেয়েকে সেখান থেকে চকলেট কিনে দেওয়ার কথা বলে নিজ ঘরে নিয়ে যায়। এরপর মুখ চেপে ধরে আমার মেয়েকে ধর্ষণ করে। একপর্যায়ে মেয়ে চিৎকার করলে দৌড়ে যাই। মেয়েকে প্রথমে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে গতকাল মঙ্গলবার দুপুরে তাকে সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।’ 

এ ব্যাপারে জানতে চাইলে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মৃধা বলেন, ‘শিশুটিকে ধর্ষনের অভিযোগ এনে তার মা মামলা করেছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িত আশান আলী ওরফে পঁচাকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।’

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়