চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৯৬ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ৩২ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করেছেন ৫৯ বিজিবির সদস্যরা। গতকাল সোমবার দিবাগত রাতে কিরণগঞ্জ বিওপির জমিনপুর এলাকায় এ অভিযান চালানো হয়। পরে আজ মঙ্গলবার সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
জানা গেছে, গতকাল রাত সোয়া ৯টার দিকে অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১৭৯ /১-এস থেকে আনুমানিক ১০০ গজ দূরে বাংলাদেশের অভ্যন্তরে জমিনপুর নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ৩২ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অধিনায়ক লে. কর্নেল মো. আমীর হোসেন মোল্লার নেতৃত্বে সহকারী পরিচালক মুহাম্মদ জামাল উদ্দীনসহ বিওপির সদস্যদের সমন্বয়ে এ অভিযান চালানো হয়।
এ বিষয়ে লে. কর্নেল মো. আমীর হোসেন মোল্লা বলেন, চোরাকারবারিরা অবৈধ মালামাল নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে যাতে প্রবেশ করতে না পারে, সেই লক্ষ্যে সীমান্তে টহল জোরদার করা হয়েছে।