হোম > অপরাধ > রাজশাহী

স্কুলছাত্রীকে নিয়ে পালাচ্ছিলেন দুই সন্তানের বাবা, মুচলেকায় মুক্তি

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 

ঘরে স্ত্রী ও দুই সন্তান রেখে এক স্কুলছাত্রীকে নিয়ে পালিয়ে যাচ্ছিলেন আব্দুল মোমিন। গতকাল বুধবার রাতে মোটরসাইকেল যোগে নাটোরের লালপুর উপজেলা থেকে রাজশাহীর বাঘা উপজেলার ছাতারি গ্রামের দিকে যাচ্ছিলেন। এ সময় টহলরত পুলিশের সন্দেহ হলে তাঁদের তিনজনকে আটক করে। পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। 

আব্দুল মোমিন লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামের মাহাবুল ইসলালের ছেলে। সাউন্ড সিস্টেমের ব্যবসা আছে তাঁর। আরেকজন পাইকপাড়া গ্রামের মুক্তার হোসেনের ছেলে তসলিম উদ্দিন। তিনি পেশায় রাজমিস্ত্রি। 

পুলিশ জানায়, আব্দুল মোমিনের ঘরে স্ত্রী ও দুই বছরের কন্যা সন্তান রয়েছে। স্থানীয় অষ্টম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বন্ধু তসলিম উদ্দিনের সহায়তায় মোমিন ওই স্কুলছাত্রীকে নিয়ে পালিয়ে বিয়ে করার জন্য মোটরসাইকেল নিয়ে রাতে ছাতারির দিকে যাচ্ছিলেন। এ সময় টহলরত পুলিশের সন্দেহ হলে তাঁদের আটক করে থানায় নিয়ে যায়। উভয়ের অভিভাবকদের খবর দেওয়া হয়। রাত সাড়ে ১২টার দিকে অভিভাবকেরা থানায় উপস্থিত হয়ে মুচলেকা দিয়ে তাঁদের ছাড়িয়ে নিয়ে যান। 

এ বিষয়ে বাঘা থানার পরিদর্শক (তদন্ত) আবদুল করিম বলেন, ‘সংশোধনের প্রতিশ্রুতি দিয়ে মুচলেকা দেয় তাঁরা। পরে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে তাঁদের।’

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়