রাজশাহীর পুঠিয়া উপজেলায় অভিযান চালিয়ে অপহরণের শিকার এক কিশোরীকে (১৪) উদ্ধার করেছে র্যাব। অপহরণের অভিযোগে এ সময় মো. আশিক (২১) নামে এক তরুণকে গ্রেপ্তার করা হয়।
গতকাল বৃহস্পতিবার রাতে র্যাব-৫-এর রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এই অভিযান চালায়। গ্রেপ্তার আশিকের বাড়ি বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার ভাবনপুর মহল্লায়।
আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এসব তথ্য জানিয়েছে। র্যাব জানায়, অপহরণের অভিযোগে ২০ আগস্ট আশিকের বিরুদ্ধে বাগমারা থানায় একটি মামলা হয়েছিল। ওই কিশোরীর পরিবার মামলাটি করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ জানতে পারে, আসামি আশিক রাজশাহীর পুঠিয়া উপজেলার নামাজগ্রাম গ্রামের এক বাড়িতে ওই কিশোরীকে নিয়ে অবস্থান করছেন। এর পরিপ্রেক্ষিতে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালান। উদ্ধারের পর ওই কিশোরীকে বাগমারা থানায় হস্তান্তর করা হয়। আসামি আশিককেও থানায় হস্তান্তর করা হয়েছে।