নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীর চারঘাটে তিনটি ওয়ান শুটারগানসহ এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার মধ্যরাতে র্যাবের একটি দল উপজেলার রাউথা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার তরুণের নাম মো. কাজল (২০)। তিনি রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া গ্রামের বাসিন্দা।
আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ব্যাপারে কাজলের বিরুদ্ধে চারঘাট থানায় একটি মামলা করা হয়েছে। আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।