Ajker Patrika
হোম > অপরাধ > রাজশাহী

বড়াইগ্রামে শিক্ষা কর্মকর্তাকে মারধর: প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ 

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

বড়াইগ্রামে শিক্ষা কর্মকর্তাকে মারধর: প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ 

নাটোরের বড়াইগ্রামে অফিস কক্ষে ঢুকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফকে মারধরের মামলায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে, গতকাল শনিবার রাতে উপজেলার মানিকপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক নেতার নাম জামাল উদ্দিন মিয়াজী (২৭) ও উপজেলা সৈনিক লীগের সাবেক সভাপতি রুবেল বালী (৩২)। জামাল উদ্দিন মিয়াজী মালিপাড়া গ্রামের বাসিন্দা ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি এবং রুবেল বালী মামলার প্রধান আসামি ও উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা। 

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আযম বলেন, গ্রেপ্তার দুজন মামলার ১ ও ২ নম্বর আসামি। গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা সৈনিক লীগের সভাপতি রুবেল বালী ও আওয়ামী লীগ কর্মী জহির উদ্দিন মিয়াজীর নেতৃত্বে ২৩-২৪ জন যুবক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফকে তাঁর দপ্তরে দরজা আটকে মারধর করেন। সেদিন রাতেই শিক্ষা কর্মকর্তা চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ জনের নামে থানায় মামলা দায়ের করেন। 

এর আগে, গত শুক্রবার মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন মালিপাড়া গ্রামের ওসমান গণি (৩১), আবু বক্কর (২৯) এবং উপলশহর গ্রামের জুয়েল রানা (২৬)। এ মামলায় এ পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেপ্তার করল পুলিশ।

আরও পড়ুন: 

দুর্নীতির অভিযোগে অবরুদ্ধ অধ্যক্ষ

জুলাই স্মৃতিস্তম্ভের সামনে ‘জয় বাংলা’ স্লোগান, ভাইরাল সেই তরুণী গ্রেপ্তার

কেউ এককভাবে সরকার গঠন করলে সংসদ টিকবে না: সারজিস

মাকে হত্যার পর বসতঘরে পুঁতে রাখার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

যাদের ইতিহাসের দায়ভার আছে, তাদের সঙ্গে জোটে যেতে ভাবতে হবে: নাহিদ

স্বতন্ত্র প্রার্থী হতে এনসিপি থেকে পদত্যাগ

আলু উৎপাদন: কেজিতে কৃষকের ক্ষতি ২০ টাকা

বাঘায় পদ্মার চরে জমি দখল নিয়ে কুষ্টিয়ার ‘কাকন বাহিনীর হামলা’, গুলিবিদ্ধ হয়ে নিহত ২

৪ দফা দাবিতে রাবির সমাজবিজ্ঞান শিক্ষার্থীদের বিক্ষোভ

নার্সকে ক্লিনিকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, চিকিৎসক কারাগারে