হোম > অপরাধ > রাজশাহী

যুবলীগ নেতার বিরুদ্ধে হাতুড়ি দিয়ে পেটানোর মামলা

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে হাতুড়ি ও রডের আঘাতে আতিকুর রহমান (৩১) নামের এক সাংবাদিক আহত হয়েছেন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ছাত্রলীগ নেতার নাম উল্লেখসহ পাঁচ ও অজ্ঞাত আরও চারজনের নামে মামলা করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার গোপালপুর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আহত আতিকুর রহমান উপজেলার বাহাদিপুর (লেবার লাইন) মহল্লার নেফাউর রহমানের ছেলে ও দৈনিক ভোরের আওয়াজ পত্রিকার লালপুর প্রতিনিধি।

মামলার এজাহারে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক আতিকুর রহমান পেশাগত কাজে মোটরসাইকেলে লালপুর থেকে গোপালপুর রেলগেটের দিকে যাচ্ছিলেন। এ সময় নর্থ বেঙ্গর সুগার মিলস হাইস্কুলের কাছে পৌঁছালে মোটরসাইকেলে গোপালপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুস সেলিম ভুবন (৩৭) হঠাৎ বাঁক নেন। দুর্ঘটনার উপক্রম হলে এ নিয়ে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডার পর তা মীমাংসা হয়। 

মামলায় আরও উল্লেখ করা হয়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপালপুর রেলগেট এলাকায় চায়ের দোকানে আতিকুর রহমান চা খাচ্ছিলেন। এ সময় ভুবনের নেতৃত্বে প্রায় নয়জন হাতুড়ি ও রড দিয়ে এলোপাতাড়ি মারপিট করেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জামিলা আক্তার বলেন, গুরুতর রক্তাক্ত অবস্থায় আতিকুর রহমানকে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয়েছে। হাতুড়ির আঘাতে আহত ব্যক্তির মাথার বাম দিকে ৩টি সেলাই দেওয়া হয়েছে। এ ছাড়া দুই হাতে ও শরীরের বিভিন্ন জায়গায় রডের আঘাতের চিহ্ন রয়েছে। 

উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোয়াজ্জম হোসেন এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সাংবাদিকের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া দাবি জানান তিনি। 

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, গতকাল রাতে এ ঘটনায় আহত ব্যক্তি বাদী হয়ে যুবলীগ নেতাসহ পাঁচজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও চারজনের নামে মামলা করেছেন। দ্রুত তদন্তের পর ব্যবস্থা নেবে।

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়