নাটোরের লালপুরে ইমো হ্যাকের অভিযোগে তুহিন (২০) নামে একজনকে গ্রেপ্তার করেছে বাঘা থানা-পুলিশ। এরপর গতকাল সোমবার (৭ নভেম্বর) আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
তুহিন উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফার ছেলে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ‘গত রোববার (৬ নভেম্বর ২০২২) রাত সাড়ে ১০টার দিকে রাজশাহীর বাঘা উপজেলার ব্যাঙগাড়ী এলাকা থেকে ইমো হ্যাকিং চক্রের সক্রিয় সদস্য তুহিন নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। পরে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে ইমো হ্যাকিং কাজে ব্যবহৃত ডিভাইসসহ গতকাল সোমবার তাঁকে আদালত পাঠানো হয়। পরে আদালত তাঁকে কারাগারে পাঠান।’