Ajker Patrika
হোম > অপরাধ > রাজশাহী

বাগাতিপাড়ায় বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

বাগাতিপাড়ায় বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাটোরের বাগাতিপাড়ায় রহিমা বেগম (৬৯) নামে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পৌরসভা এলাকার লক্ষণহাটি মহল্লা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। রহিমা বেগম মৃত আব্দুর রহমানের স্ত্রী।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ওই বৃদ্ধা তাঁর বড় ছেলে মজিবরের বাড়িতে থাকতেন। আজ ভোরে তাঁর বড় ছেলে ঘুম থেকে উঠে মায়ের ঘরের দরজা খোলা দেখতে পান। পরে ঘরের ভেতরে গিয়ে দেখেন তাঁর মা ঘরের মধ্যে নেই। এ সময় ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে পরে তাঁর ছোট ভাই শরিফুলকে ডাকেন। তিনি এলে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির সামনের একটি ছোট্ট গাছের ডালে গলায় দড়ি দিয়ে মাকে ঝুলন্ত অবস্থায় হাঁটু গেড়ে বসা অবস্থায় দেখতে পান। পরে থানার পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক ফজলুল হক বলেন, ‘বৃদ্ধার মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আসলে এটি আত্মহত্যা নাকি হত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বোঝা যাবে।’ 

জয়পুরহাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

রাবিতে অ্যাডহকে নিয়োগপ্রাপ্তদের নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

ছাত্র আন্দোলনের বিরোধিতা করা রুয়েটের ৪ শিক্ষক-কর্মকর্তার গুরুদণ্ড

রাবিতে নিজ বিভাগ থেকে সভাপতি দাবি: ভিসির আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

টিসিবির পণ্যবাহী ট্রাক আসতে দেরি, মানুষের হুড়োহুড়ি-সংঘর্ষ

রাবিতে নিজ বিভাগ থেকে সভাপতি নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি শিক্ষার্থীদের

সাদাপোশাকে তল্লাশি, ছিনতাইকারী সন্দেহে এএসআইকে আটকাল জনতা

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

বার কাউন্সিল পরীক্ষার আবেদন ফি ৩০০ টাকা করার দাবি রাবি শিক্ষার্থীদের