পাবনার আটঘরিয়া উপজেলায় আবু মুসা (৩৫) নামে এক চরমপন্থী দলের সদস্যকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ওলির মোড়ে এই ঘটনা ঘটে।
নিহত আবু মুসা উপজেলার একদন্ত ইউনিয়নের দিয়ারপাড়া গ্রামের ওলিউল্লাহ মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় ওলির মোড়ে একটি দোকানে ক্যারাম বোর্ড খেলছিলেন আবু মুসা। এ সময় একদল অস্ত্রধারী দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলে পরে যান তিনি। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনাস্থলেই মারা যান আবু মুছা।
এ বিষয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ‘নিহত আবু মুসা চরমপন্থী দলের সক্রিয় সদস্য ছিলেন। এলাকায় বিভিন্ন সময়ে চাঁদাবাজি করে আসছিলেন তিনি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’