Ajker Patrika
হোম > অপরাধ > রাজশাহী

পুলিশের লোক পরিচয়ে ছাগল নিয়ে পালাল প্রতারক

ভাঙ্গুরা (পাবনা) প্রতিনিধি

পুলিশের লোক পরিচয়ে ছাগল নিয়ে পালাল প্রতারক

পাবনার ভাঙ্গুরায় পুলিশের লোক পরিচয় দিয়ে দুই সহোদর কৃষকের কাছ থেকে তিনটি ছাগল নিয়ে গেছে এক প্রতারক। ছাগলগুলোর আনুমানিক বাজারমূল্য ৩৫ হাজার টাকা। আজ শনিবার সকালে উপজেলার ভবানীপুর দিয়ারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, আজ সকালে উপজেলার ভবানীপুর দিয়াপাড়া গ্রামে ছাগল কিনতে আসেন এক ব্যক্তি। এ সময় তিনি নিজেকে থানা পুলিশের লোক পরিচয় দেন। ওই গ্রামের কৃষক আইয়ুব আলীর দুটি ছাগল ২৪ হাজার টাকা ও তাঁর ভাই নবীর উদ্দিনের একটি ছাগল ১৩ হাজার টাকা দাম নির্ধারণ করেন। এরপর টাকা নিতে তাঁর সঙ্গে থানায় যেতে হবে বলে ছাগলসহ মালিক আইয়ুব আলীকে ভ্যানগাড়িতে করে ভাঙ্গুরা বাজার এলাকায় নিয়ে যান। সেখানে গিয়ে আইয়ুব আলীকে বলেন, ‘স্যার তো আটঘরিয়া চলে গেছেন। আপনি সেখানে গিয়ে টাকাটা নিয়ে আসেন।’ এ বলে আইয়ুব আলীকে আটঘরিয়ার উদ্দেশে একটি সিএনজি অটোরিকশায় তুলে দেন। এই সুযোগে তিনি ছাগল নিয়ে সটকে পড়েন। আটঘরিয়ায় গিয়ে আইয়ুব প্রতারণার শিকার হওয়ার বিষয়টি বুঝতে পারেন। পরে সেখানকার লোকজনের সহায়তায় ঘটনাটি আটঘরিয়া থানার ওসিকে জানালে তিনি ভাঙ্গুরা থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দেন। 

ভুক্তভোগী আইয়ুব আলী জানান, পাড়ার লোকজনের সামনেই ওই লোক থানা থেকে এসেছেন বলে পরিচয় দেন। তিনি তাঁর কথায় বিশ্বাস করেছিলেন। 

এ বিষয়ে ভাঙ্গুরা থানার ওসি ফয়সাল বিন আহসান আজকের পত্রিকাকে বলেন, ঘটনাটি তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক টুকুনের কাছ থেকে জেনেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

শিবির নেতা নোমানী হত্যা মামলার আসামিকে গুলির পর কুপিয়েছে দুর্বৃত্তরা

ঈশ্বরদী ইপিজেডে চাকরিচ্যুত শ্রমিকদের বিক্ষোভ

সিরাজগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী নিহত

বদলির ২ দিন পর রেস্টহাউসে বিদ্যুৎ প্রকৌশলীর লাশ

কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে রাবিতে প্রতীকী অনশন

এক উপজেলাতেই ২৫০ নিষিদ্ধ জালের কারখানা

বিএনপি নেতাকে হাতুড়িপেটা, জামায়াত নেতা রিমান্ডে

মুদি কর্মচারী থেকে ‘সাম্রাজ্যের মালিক’ সাড়ে ৬ কেজি হেরোইনসহ গ্রেপ্তার

ভ্যানে ধাক্কা দিয়ে পালালেন অ্যাম্বুলেন্সচালক, রোগীর মৃত্যু

জনতার হাতে সরকারি চাল নিয়ে ধরা পড়া কৃষক দল নেতা বহিষ্কার