হোম > অপরাধ > রাজশাহী

দুবাই থেকে ফিরে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে হানিমুনে যাওয়ার প্রস্তুতি, গেলেন শ্রীঘরে 

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

সংসারে সচ্ছলতা আনতে প্রায় এক যুগ আগে স্ত্রী-সন্তান রেখে দুবাই যান জয়পুরহাটের আক্কেলপুরের বাসিন্দা রফিকুল ইসলাম (৪৩)। সেখান থেকে মোবাইল ফোনে এলাকার স্বামী পরিত্যক্ত এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। মোবাইল ফোনে ওই নারীকে বিয়েও করেন। তবে রফিকুল প্রথম স্ত্রী এসবের কিছুই আগে জানতেন না। তিন দিন আগে রফিকুল গোপনে দুবাই থেকে দেশে এসে সরাসরি এক আত্মীয়ের বাড়িতে ওঠেন। দুই দিন পর স্বজনেরা এসে তাঁকে মহিতুড় গ্রামের নিজের বাড়িতে নেন। তবে তিনি বাড়িতে থাকতে চাননি। উল্টো প্রথম স্ত্রীকে নির্যাতন করেন। 

এরপর গতকাল শুক্রবার রাতে তিনি ১০ লাখ টাকা দেনমোহরে ওই নারীর সঙ্গে নিজের বিয়ের কাবিন ঠিকঠাক করার চেষ্টা করছিলেন। আজ শনিবার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে হানিমুনে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন তিনি। এ ঘটনাটি জানতে পেরে প্রথম স্ত্রী তাঁর বিরুদ্ধে গতকাল রাতেই থানায় মামলা ঠুকে দেন। এতেই ভেস্তে গেছে রফিকুলের সব আশা। পুলিশ ওই দিন রাতেই রফিকুলকে গ্রেপ্তার করে।

আজ সকালে রফিকুল ইসলামকে থানাহাজতে দেখা গেছে। রফিকুল ইসলাম তখন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি দুবাই থাকতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একই ইউনিয়নের হরিসারা গ্রামের স্বামী পরিত্যক্ত এক নারীর সঙ্গে আমার পরিচয় হয়। ওই নারীরও সন্তান রয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন মাধ্যমে তার সঙ্গে আমার কথা হয়। আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। আট মাস আগে মোবাইল ফোনে আমাদের বিয়ে হয়। গত ৩০ এপ্রিল দেশে এসে মামার বাড়িতে ছিলাম। শুক্রবার রাতে ১০ লাখ টাকা দেনমোহরে বিয়ে কাবিন করার জন্য ঠিকঠাক করেছিলাম। তার আগেই পুলিশ আমাকে ধরে নিয়ে এসেছে।’ 

রফিকুলের মামা আব্দুর রাজ্জাক বলেন, ‘আমার ভাগিনা রফিকুলের স্ত্রী ও ১২ বছরের পুত্রসন্তান রয়েছে। তারপরও ভাগিনা দুবাই থেকে এলাকার এক ডিভোর্সি নারীর সঙ্গে পরকীয়ায় জড়ায়। সে মোবাইল ফোনে ওই নারীকে বিয়েও করেছিল বলে আমাদের জানিয়ে ছিল। সে দেশে এসে নিজের বাড়িতে যাচ্ছিল না। ডিভোর্সি ওই নারীকে সঙ্গে নিয়ে বাড়ি যাবে জেদ ধরেছিল। সে একাই শুক্রবার রাতে ১০ লাখ টাকা দেনমোহরে বিয়ে রেজিস্ট্রি করার প্রস্তুতি নিয়েছিল। প্রথম স্ত্রীর মামলায় পুলিশ এসে আমার ভাগিনাকে ধরে থানায় নিয়ে এসেছে। আমরা ভাগিনার ভীমরতিতে বিব্রত হয়েছি।’ 

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন বলেন, ‘প্রবাসী রফিকুল পরকীয়ার জেরে স্ত্রীকে নির্যাতন করেছেন। স্ত্রীর দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।’

‘আওয়ামী ট্যাগ দিয়ে’ এসেনশিয়াল ড্রাগসের ৫৪ জনকে চাকরিচ্যুত

সাঁথিয়ায় বিদ্যুতায়িত হয়ে শিক্ষকের মৃত্যু

র‍্যাব পরিচয়ে নারীদের সঙ্গে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার

নাটোর আদালতের মালখানার চুরি হওয়া ২৪ লাখ টাকা ও স্বর্ণ-রুপা উদ্ধার

নিয়মবহির্ভূতভাবে পেনশনের টাকা কাটার অভিযোগ হিসাব কর্মকর্তাদের বিরুদ্ধে

সান্তাহারে রেললাইনে ছুরিকাহত মরদেহ

রাবির ‘বি’ ইউনিটের পরীক্ষায় দেওয়া হলো ‘সি’ ইউনিটের উত্তরপত্র

রামেক হাসপাতালে চিকিৎসাধীন কয়েদির মৃত্যু

শেরপুরে নারী শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

বগুড়া আওয়ামী লীগের দুই নেতা ঢাকায় গ্রেপ্তার