পাবনার সাঁথিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইদের মারধরে সলিম মোল্লা ওরফে সেলিম (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দুপুরে দিকে উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের হাসানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ। সলিম মোল্লা হাসানপুর গ্রামের হবিবর মোল্লার ছেলে। এসব তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।
স্থানীয় লোকজন জানান, হাসানপুর গ্রামের হবিবর মোল্লার সঙ্গে তাঁর ভাই সাত্তারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে গতকাল শুক্রবার দুপুরে সাত্তারের ছেলে আবুল কালাম ও নিজামসহ কয়েকজন বিরোধপূর্ণ জমিতে থাকা বাঁশের বাগান থেকে বাঁশ কাটতে থাকেন।
হবিবরের ছেলে সলিম তাঁর চাচাতো ভাইদের বাঁশ কাটতে বাধা দেন। এ সময় নিজাম চাচাতো ভাই সলিমকে বুকে লাথি মেরে ফেলে দিয়ে বাঁশ দিয়ে ঘাড়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই সলিমের মৃত্যু হয়।
খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। সংঘাত এড়াতে টহল জোরদার করা হয়েছে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য আবুল কালাম এবং তাঁর ভাই নিজাম ও মনিরুলকে আটক করে পুলিশ।
সাঁথিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ‘জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইদের মারধরে সলিমের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
ওসি জানান, জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।