হোম > অপরাধ > রাজশাহী

গৃহবধূকে পুকুরের পানিতে ডুবিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের কালাই উপজেলার ধুনট গ্রামে পুকুরের পানিতে ডুবিয়ে পরিকল্পিতভাবে স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। আজ মঙ্গলবার সকালে এ বিষয়ে কালাই থানায় হত্যা মামলা করেন গৃহবধূর বড় ভাই মনজুর আলম। মামলার পরিপ্রেক্ষিতে এজাহার নামীয় আসামি মৃত. আব্দুল হাকিমের ছেলে ছাদেক আলীকে (৬০) গ্রেপ্তার করে থানার পুলিশ। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী ছাদেক আলী ও গৃহবধূ বিলকিছ বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। কলহের জের ধরে গতকাল সোমবার রাত ৮টার দিকে স্বামী ছাদেক আলী কৌশলে তাঁর স্ত্রীকে বাড়ি থেকে তাঁদের পুকুরপাড়ে নিয়ে যান। এ সময় পুকুরে ডুবিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান তিনি। এ সময় পুকুরে গৃহবধূকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে রাতে মরদেহ নিয়ে যায় কালাই থানার পুলিশ। 

মামলার বাদী গৃহবধূর বড় ভাই মনজুর আলম আজকের পত্রিকাকে বলেন, `আমার বোনের সঙ্গে ভগ্নিপতির দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধুনট গ্রাম থেকে এক আত্মীয় ফোনে জানান আমার বোনকে হত্যা করা হয়েছে। এ সময় আমি ঘটনাস্থলে গিয়ে জানতে পারি পরিকল্পিতভাবে পুকুরে পানিতে ডুবিয়ে শ্বাসরোধে আমার বোনকে হত্যা করেছেন ছাদেক আলী।' 

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক আজকের পত্রিকাকে জানান, উপজেলার ধুনট গ্রামে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে স্বামী শ্বাসরুদ্ধ করে গৃহবধূকে পুকুরের পানিতে ডুবিয়ে হত্যা করেন। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে হত্যা মামলা করেছেন। মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়। থানায় মামলা রুজু হয়েছে, মামলা তদন্তাধীন। 

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়