Ajker Patrika
হোম > অপরাধ > রাজশাহী

বদলগাছীতে সোয়া ৫ লাখ টাকার পেন্টাডলসহ গ্রেপ্তার ২

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

বদলগাছীতে সোয়া ৫ লাখ টাকার পেন্টাডলসহ গ্রেপ্তার ২

নওগাঁর বদলগাছীতে সোয়া ৫ লাখ টাকার ১৫ শত পিস নিষিদ্ধ মাদকদ্রব্য পেন্টাডল ট্যাবলেটসহ দুজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার থুপশহর গ্রামের আজাহার আলীর ছেলে ইমন হোসেন (২৪) ও একই গ্রামের সাইদুল ইসলামের ছেলে রুবেল হোসেন (২৫)।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর সাড়ে ৫টার দিকে বদলগাছীর মথুরাপুর খাঁপাড়া থেকে একটি বাজাজ সিটি মোটরসাইকেলসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১৫ শত পিস নিষিদ্ধ মাদকদ্রব্য পেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

বদলগাছী থানার ওসি আতিকুল ইসলামের নেতৃত্বে এসআই আজিজ, মোনোয়ার ও এসআই তুহিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান চালান।

এ বিষয়ে এসঅঅই আজিজ বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে নিষিদ্ধ পেন্টাডল ট্যাবলেট বিক্রি করে আসছিল এমন তথ্য আমাদের কাছে ছিল। আজ ভোর রাতে মোটরসাইকেলে করে নিষিদ্ধ পেন্টাডল ট্যাবলেট নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে আমরা এ অভিযান পরিচালনা করি। 

বদলগাছী থানার ওসি আতিকুল ইসলাম ঘটনার কথা সত্যতা স্বীকার করে বলেন, গ্রেপ্তারকৃতদের মাদকদ্রব্য আইনে মাধ্যমে আজ দুপুরে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। 

ছাত্র আন্দোলনের বিরোধিতা করা রুয়েটের ৪ শিক্ষক-কর্মকর্তার গুরুদণ্ড

রাবিতে নিজ বিভাগ থেকে সভাপতি দাবি: ভিসির আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

টিসিবির পণ্যবাহী ট্রাক আসতে দেরি, মানুষের হুড়োহুড়ি-সংঘর্ষ

রাবিতে নিজ বিভাগ থেকে সভাপতি নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি শিক্ষার্থীদের

সাদাপোশাকে তল্লাশি, ছিনতাইকারী সন্দেহে এএসআইকে আটকাল জনতা

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

বার কাউন্সিল পরীক্ষার আবেদন ফি ৩০০ টাকা করার দাবি রাবি শিক্ষার্থীদের

রাজশাহী কলেজে ফরম পূরণের ফি কমানোর দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

নাটোরে মুরগির খামারে মিলল ১৮০ গ্রাম ওজনের ডিম