Ajker Patrika
হোম > অপরাধ > রাজশাহী

পুঠিয়ায় অফিসরুমে দরজা লাগিয়ে অধ্যক্ষকে মারধর, গ্রেপ্তার ১

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 

পুঠিয়ায় অফিসরুমে দরজা লাগিয়ে অধ্যক্ষকে মারধর, গ্রেপ্তার ১

রাজশাহীর পুঠিয়ায় সাধনপুর স্কুল অ্যান্ড কলেজে ভাঙচুর ও ছাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ ওঠে দশম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধে। অভিযোগের বিষয়টি প্রতিষ্ঠানের অধ্যক্ষ ফয়েজ উদ্দীন ছাত্রের অভিভাবককে অবহিত করেন। আর এ কারণেই ওই শিক্ষার্থীর পিতাসহ তিনজন মিলে অফিসরুমে এসে দরজা বন্ধ করে ওই অধ্যক্ষকে মারধর করেছেন। এ ঘটনায় ভুক্তভোগী ওই অধ্যক্ষ তিনজনের নামে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ রনি নামের এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

গত বুধবার দুপুর ২টার দিকে প্রতিষ্ঠানের অধ্যক্ষের কক্ষে এই মারধরের ঘটনা ঘটে। আর গতকাল বৃহস্পতিবার রাতে অভিযুক্ত তিনজনের নামে থানায় মামলা দায়ের করা হয়।

অভিযুক্তরা হলেন—ছাত্র প্রথিক মাহমুদ ওরফে প্রার্থের বাবা মাসুদ রানা, মামা জাফর আলী ও তাঁদের অপর একজন সহযোগী গ্রেপ্তারকৃত রনি। 

সাধনপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফয়েজ উদ্দীন বলেন, ‘দশম শ্রেণির ছাত্র প্রথিক মাহমুদ একটু বখাটে প্রকৃতির। সে প্রতিনিয়ত নানা কারণে প্রতিষ্ঠানে ভাঙচুর করে। সেই সঙ্গে ছাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক ব্যবহার করে। আর এসব ঘটনা গত সোমবার তাঁর বাবাকে জানানো হয়। গত বুধবার দুপুরে অভিযুক্ত তিনজন শিক্ষাপ্রতিষ্ঠান আসেন। সে সময় তাঁরা কক্ষে থাকা শিক্ষকদের বাইরে যাওয়ার নির্দেশ দেন। শিক্ষকেরা বাইরে বের হওয়ার সঙ্গে সঙ্গে অভিযুক্তরা কক্ষের দরজা বন্ধ করে দেন। এরপর তাঁরা আমাকে মারধর শুরু করেন। পরে আমার চিৎকার শুনে পাশের কক্ষে থাকা শিক্ষক ও কর্মচারীরা এসে আমাকে উদ্ধার করেন। এ বিষয়ে স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও আমাদের সংশ্লিষষ্ট দপ্তরে পরামর্শ করে বৃহস্পতিবার রাতে অভিযুক্ত তিনজনের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে।’

প্রতিষ্ঠানের সভাপতি ও শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল বলেন, ‘প্রতিষ্ঠানের পাশে একটি সংঘবদ্ধ চক্র রয়েছে। তারা বিভিন্ন সময়ে নানা অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে। এটা তারই একটা অংশ। ছাত্রের অন্যায়ের অভিযোগ করায় অভিভাবকেরা শিক্ষককে মারধর করবেন—এটা মেনে নেওয়া যায় না। আমি বর্তমানে ঢাকায় অবস্থান করছি। তবে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।’

উপজেলা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লায়লা আকতার জাহান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘একজন শিক্ষককে প্রকাশ্যে তাঁর কক্ষে মারধরের ঘটনা খুবই দুঃখজনক। আমরা বিষয়টি অবহিত হওয়ার পর অধ্যক্ষকে মামলা দায়ের করতে নির্দেশ দিয়েছি।’

এ ব্যাপারে থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, শিক্ষককে মারধরের বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই শিক্ষক তিনজনের বিরুদ্ধে একটি অভিযোগ দিয়েছেন, যা তাৎক্ষণিক মামলভুক্ত করা হয়েছে। ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আর বাকি অভিযুক্তদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

রাবির ছাত্রী হলে আসন বণ্টনসহ নানা অনিয়ম নিরসনের দাবিতে অবস্থান, বিক্ষোভ

জয়পুরহাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

রাবিতে অ্যাডহকে নিয়োগপ্রাপ্তদের নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

ছাত্র আন্দোলনের বিরোধিতা করা রুয়েটের ৪ শিক্ষক-কর্মকর্তার গুরুদণ্ড

রাবিতে নিজ বিভাগ থেকে সভাপতি দাবি: ভিসির আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

টিসিবির পণ্যবাহী ট্রাক আসতে দেরি, মানুষের হুড়োহুড়ি-সংঘর্ষ

রাবিতে নিজ বিভাগ থেকে সভাপতি নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি শিক্ষার্থীদের

সাদাপোশাকে তল্লাশি, ছিনতাইকারী সন্দেহে এএসআইকে আটকাল জনতা

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত