হোম > অপরাধ > রাজশাহী

নাটোরে জমি নিয়ে বিরোধে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়ায় জমি নিয়ে বিরোধে জেরে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে আব্দুর রহমান নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার (৩ এপ্রিল) সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তিনি মারা যান। 

এর আগে রোববার সন্ধ্যার পর উপজেলার চামারী ইউনিয়নের চামারী গ্রামে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এ ঘটনায় শহিদুল ইসলাম নামের আরেকজন আহত হয়েছেন। আব্দুর রহমান ওই গ্রামের মৃত লোকমান ফকিরের ছেলে। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল ইফতারের পর জমি নিয়ে মামাতো ভাই আব্দুল করিম ও ফুপাতো ভাই আব্দুর রহমানের মধ্যে বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় সঙ্গে থাকা ধারালো ছুরি দিয়ে আব্দুর রহমানকে আঘাত করেন আব্দুল করিম। 

তাঁদের মারামারি থামাতে গিয়ে আহত হন প্রতিবেশী শহিদুল ইসলাম। পরে আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে রাতেই নাটোর সদর হাসপাতালে আনা হয়। সেখানে শহিদুল ইসলামকে ভর্তি করা হয় এবং আব্দুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান আব্দুর রহমান। 

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, জমিসংক্রান্ত বিরোধের সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

 

চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে বাধা দারিদ্র্য

রাজশাহীতে ৪ প্রাথমিক স্কুলের শিক্ষকদের গণ শোকজ

জয়পুরহাট সীমান্তে আজ সকালে বেড়া নির্মাণ, কালই তুলে নেবে বিএসএফ

সড়ক ডিভাইডারে প্রাইভেট কারের ধাক্কা, প্রাণ গেল ভগ্নিপতি-শ্যালকের

সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি: সংস্কার কমিশন প্রধান

রাজশাহীতে দলীয় সভা শেষে ফেরার পথে ট্রাকচাপায় যুবদল কর্মী নিহত

যমুনার বালুচরের নতুন ফসল চিনাবাদাম

নাটোরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত তিন

বাঘায় আম গাছে ঝুলছিল গৃহবধূর লাশ

কামারখন্দে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সেকশন