বগুড়ায় ২ হাজার ৯৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মমিনুল ইসলাম (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ শনিবার দুপুরে শহরের সাতমাথায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মমিনুল ইসলাম গাবতলী উপজেলার গজারিয়া গ্রামের মৃত মোজাফফর হোসেনের ছেলে।
বগুড়া র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. সোহরাব হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুর দেড়টার দিকে শহরের সাতমাথার মেরিনা নদী বাংলা কমপ্লেক্সের মমিন ড্রাগ হাউসে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী মমিনুল ইসলামকে ২ হাজার ৯৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মোবাইল ও নগদ টাকাসহ গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় সোপর্দ করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, আগামীকাল মমিনুল ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।