Ajker Patrika
হোম > অপরাধ > রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে ৩ লাখ টাকার বুপ্রেনরফিন ইনজেকশন জব্দ, গ্রেপ্তার ১ 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে ৩ লাখ টাকার বুপ্রেনরফিন ইনজেকশন জব্দ, গ্রেপ্তার ১ 

চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে ৩ লাখ টাকা মূল্যের ৬০০টি এ্যাম্পুল বুপ্রেনরফিন ইনজেকশনসহ মো. নজরুল ইসলাম সুজন (৩৯) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উপপরিচালক আনিছুর রহমান খান। এর আগে গতকাল রোববার সন্ধ্যায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত নজরুল ইসলাম পৌর এলাকার বালুবাগান মহল্লার মো. ইব্রাহিম ও রেহেনা ইব্রাহিমের ছেলে। 

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের পৌর এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বালু বাগান এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নজরুল ইসলামের নিজ ঘরের খাটের নিচে দুটি পলিথিনে ৩০০টি করে মোট ৬০০টি এ্যাম্পুল বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়। 

এ বিষয়ে উপপরিচালক আনিছুর রহমান খান বলেন, এ ঘটনায় সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, আজ সকালে নজরুল ইসলামকে আদালতে পাঠানো হয়। এ সময় বিচারক তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় আ.লীগ নেতা

প্রতারণার মামলায় সাবেক নারী ভাইস চেয়ারম্যান কারাগারে

ধর্ষকের সর্বোচ্চ শাস্তি: সচিবালয়ের সামনে অনশনের ঘোষণা রাবির ২ শিক্ষার্থীর

বগুড়ায় নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু, স্বামী আটক

সেচ দিতে গিয়ে ফেরেননি কৃষক, জমিতে মিলল ‘মগজ’

ধর্ষণের পর যৌনাঙ্গ ও স্তন কেটে হত্যা, চুরি করতে গিয়ে ধরা পড়ল আসামি

সাঁথিয়ায় ককটেল-পেট্রলবোমা জব্দ, বিস্ফোরণে আহত যুবক

নাটোরে ভুট্টাখেত থেকে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

বোমা বানানোর সময় বিষ্ফোরণে যুবক আহত, তাজা ককটেল-বোমা উদ্ধার

জেল সুপারের মানবিকতায় কারাগার থেকে নিজ দেশে ফিরলেন নেপালি যুবক