হোম > অপরাধ > রাজশাহী

গৃহকর্মীকে নির্যাতন করায় সিআইডি কর্মকর্তার স্ত্রীকে জেলহাজতে প্রেরণ

প্রতিনিধি, নাটোর

নাটোরে শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে সিআইডি কর্মকর্তার স্ত্রী সুমি বেগমকে (৩৮) গ্রেপ্তারের পর জেলহাজতে পাঠিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে আদালতে তোলা হলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতের বিচারক এএফএম গোলজার রহমান জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। 

গ্রেপ্তারকৃত সুমি বেগম ঢাকায় কর্মরত সিআইডি পুলিশের উপপরিদর্শক খন্দকার আতিকুর রহমানের স্ত্রী/। নির্যাতনের শিকার ওই গৃহকর্মীর নাম শ্যামলী খাতুন (১২)। সে নাটোর সদর উপজেলার পাইকেরদল গ্রামের মঞ্জিল হোসেনের মেয়ে। 

শ্যামলীর প্রতিবেশী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার বিকেলে সুমি বেগম শ্যামলীর বাবা-মাকে দেখাতে তাঁকে নিয়ে পাইকেরদোল গ্রামে যায়। এ সময় শ্যামলীর শরীরের আঘাতের চিহ্ন দেখে আত্মীয়স্বজনরা জিজ্ঞাসা করলে সে টানা তিন বছর ধরে চলা নির্যাতনের কথা তুলে ধরেন। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী পুলিশ কর্মকর্তার স্ত্রী সুমি বেগম এবং শাশুড়ি দিলারা বেগমকে আটকে পুলিশের হাতে তুলে দেন। এ ঘটনায় গতকাল রাতেই নাটোর থানায় সুমি বেগমের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী শ্যামলীর মা নার্গিস বেগম।

নির্যাতনের শিকার ওই শিশুর পরিবারের লোকজন বলেন, অভাবের তাড়নায় দরিদ্র বাবা-মা শ্যামলীকে মাসিক ১ হাজার ২০০ টাকা বেতনে তিন বছর আগে ওই কর্মকর্তার বাড়িতে গৃহকর্মীর কাজে পাঠিয়ে দেন। এরপর থেকে শ্যামলীকে আর তাঁর বাবা-মায়ের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। প্রথম ৮ মাস নিয়মিত বেতন পাঠিয়ে দিলেও পরে আর বেতনও দেননি। কাজে যোগ দেওয়ার এক মাস পর থেকেই নানা বিষয় নিয়ে গৃহকর্ত্রী সুমি শ্যামলীকে বকাঝকা ও নির্যাতন শুরু করেন। একপর্যায়ে তার শরীরে গরম ইস্ত্রি দিয়ে ছ্যাঁকা এবং প্লাস দিয়ে শরীরের বিভিন্ন স্থানের চামড়া তুলে ফেলে। এতে তার মাথা ও হাত-পায়ের আঙুলসহ পুরো শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়।

শিশু শ্যামলী কাঁদতে কাঁদতে বলে, কাজে একটু ভুল করলেই আমাকে প্রচুর মারধর করা হতো। জোরে কান্না করলে আরও বেশি মারত। তবে গৃহকর্তা আমাকে মা বলে ডাকত। নিজের মেয়ের মতো আদর করত। আমাকে মারপিট করলে স্ত্রীকে বকাঝকা করতেন। 

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. তারেক জুবায়ের বলেন, পুলিশের একটি টিম মেয়েটিকে উদ্ধার করেছে। একই সঙ্গে নির্যাতনের অভিযোগে সুমি বেগমকে জেলহাজতে পাঠানো হয়েছে। 

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়