নাটোর লালপুরে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির অভিযোগে ৫ জনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার দুপুরে তাঁদের আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের নাটোর কারাগারে পাঠানো আদেশ দেন। গতকাল শনিবার রাতে উপজেলার বিলমাড়িয়া ও নওপাড়া বাজারে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার নাগশোষা গ্রামের শ্রী রাজ কুমার (২৬), মোহরকয়া ভাঙ্গাপাড়া গ্রামের মো. আয়নাল হক (২৪), নওপাড়া গ্রামের মো. রবিউল ইসলাম বাবু (২৬), মো. হোসাইন (২৬) ও মো. হাসান (৩২)।
নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার রাতে র্যাবের একটি দল উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের বিলমাড়িয়া বাজার ও নওপাড়া বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় পর্নোগ্রাফি সংরক্ষণ এবং বিক্রি করার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়। এ সময় ৫টি সিপিইউ, ১০টি হার্ডডিস্ক,৫টি মনিটর, কি-বোর্ড, মাউস, কম্পিউটার কেব্ল, এসএসডি কার্ড জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে দীর্ঘদিন ধরে সেসব বিক্রি করার কথা স্বীকার করেছেন তাঁরা।’
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, ‘পাঁচজনের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের নাটোর কারাগারে পাঠানো আদেশ দেন।’