হোম > অপরাধ > রাজশাহী

সিরাজগঞ্জে অটোচালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের সলঙ্গায় মঞ্জিল শেখ নামে এক অটোচালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুর ১২টার দিকে সলঙ্গা থানার দেশ ইটভাটা এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তাঁকে হত্যার পর অটোরিকশা নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে গেছে বলে ধারণা করছে পুলিশ। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

নিহত মিশুকচালক মঞ্জিল শেখ জেলার সলঙ্গা থানার রঘুনাথপুর গ্রামের মৃত আসাদ আলীর ছেলে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, দুই দিন আগে মিশুক গাড়ি নিয়ে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন মঞ্জিল শেখ। শনিবার সকালে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার ভুঁইয়াগাতি দেশ ইটভাটা এলাকায় তাঁর হাত-পা বাঁধা লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায় স্থানীয়রা। পরে বেলা ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

ওসি আরও বলেন,  ধারণা করা হচ্ছে, মিশুক ছিনতাই করার জন্য চালককে হত্যা করা হয়েছে। চালককে হত্যার পর গাড়ি নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।

বিএনপির ‘বিদ্রোহীৎ’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ