রাজশাহীর পুঠিয়ায় প্রাইভেট পড়তে গিয়ে অপহরণের শিকার হয়েছে দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৬)। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ১২ জানুয়ারি পুঠিয়া থানায় ছয়জনের নামে অভিযোগ দিয়েছেন। এদিকে ছয় দিন পেরিয়ে গেলেও কোনো সন্ধান না পেয়ে চরম উৎকণ্ঠায় রয়েছে তার পরিবার।
ভুক্তভোগীর বাবা বলেন, ‘১১ জানুয়ারি বিকেলে আমার মেয়ে প্রাইভেট পড়তে যায়। পথে বাগমারা উপজেলার তাহেরপুর এলাকার মাহফুজ নামের এক যুবক কয়েকজন সহযোগী নিয়ে মেয়েকে জোর করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এ সময় সে চিৎকার করলে দ্রুত মাইক্রোবাস নিয়ে পালিয়ে যায়।’
এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, ‘স্কুলছাত্রীকে উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে। আশা করি দ্রুত তাকে উদ্ধার করা সম্ভব হবে।’