Ajker Patrika
হোম > অপরাধ > রাজশাহী

সিরাজগঞ্জে নিখোঁজের ৪ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার, আটক ১

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে নিখোঁজের ৪ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার, আটক ১

নিখোঁজের চার দিন পর সিরাজগঞ্জের রায়গঞ্জে সাইফুল ইসলাম (৫৫) নামের এক কৃষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডে জড়িত শাকিল আহম্মেদ নামের একজনকে আটক করা হয়েছে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পুকুর থেকে কৃষকের মরদেহ উদ্ধার করা হয়। 

আজ বৃহস্পতিবার সকালে রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার ঘুরকা কুন্ডুপাড়া এলাকায় পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত কৃষক সাইফুল উপজেলার জয়েনপুর গ্রামের মৃত আছের আলীর ছেলে। আটক শাকিল জয়েনপুর গ্রামের আবু বক্কারের ছেলে। 

কৃষক হত্যার ঘটনায় শাকিল আহম্মেদ নামের এক যবককে আটক করে পুলিশরায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, চার দিন আগে কৃষক সাইফুল নিখোঁজ হন। এ ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়। এরই পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার রাতে সন্দেহভাজন শাকিল নামে এক যুবককে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে শাকিল কৃষক সাইফুল হত্যার দায় স্বীকার করেন। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আজ বৃহস্পতিবার সকালে ঘুরকা কুন্ডুপাড়া এলাকায় পুকুর থেকে সাইফুলের মরদেহ উদ্ধার করা হয়। 

ওসি আরও জানান, উদ্ধারকৃত মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

বগুড়ায় ডেকে নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ

রাবির তথ্য কর্মকর্তা পদে নিয়োগ পেলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘পৃষ্ঠপোষক’

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

বগুড়ায় নারী হাজতখানায় পরিবারের সঙ্গে তুফানের সাক্ষাৎ

শাজাহানপুরে আন্ডারপাসের দাবিতে মহাসড়ক অবরোধ

পাবনায় স্কুলের শ্রেণিকক্ষ থেকে নৈশপ্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার

নওগাঁ ও পাবনায় বাস ডাকাতি: আন্তজেলা ডাকাত দলের ছয় সদস্য গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্টে শেরপুরে আ. লীগের ২ নেতা গ্রেপ্তার

মা–মেয়েসহ নিহত ৩, আহত তিনজনের চেতনার মাত্রা কমছে

রাজশাহীতে নদী থেকে ভ্যানচালকের লাশ উদ্ধার