রাজশাহীর পুঠিয়ায় বন্যা খাতুন (৩৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। বন্যা উপজেলার জিউপাড়া ইউনিয়নের ডাঙাপাড়া গ্রামের নিজাম উদ্দিনের স্ত্রী।
এদিকে গৃহবধূর মৃত্যু নিয়ে তৈরি হয়েছে রহস্য। করেছেন প্রতিবেশীরা বলছেন, সোমবার রাতে গৃহবধূ বাড়িতে একাই ছিলেন। গলায় রশি দিয়ে ঘরের জানালার সঙ্গে ফাঁস দেওয়ার মতো বাঁধা অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়। পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা তাঁদের।
মৃতের স্বামী নিজাম উদ্দিন জানান, তিনি নাটোরে একটি বেসরকারি কোম্পানিতে কাজ করেন। সোমবার রাতে তিনি নাইট শিফটে কাজ করছিলেন। সকালে বাড়ি ফিরে দেখেন ঘরের জানালার সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় তাঁর স্ত্রীর লাশ।
নিজাম উদ্দিন বলেন, ‘বন্যা আমার দ্বিতীয় স্ত্রী। বিয়ের ১২ বছর হলেও এখনো সন্তান হয়নি। আমার সঙ্গে কখনো কোনো সমস্যাও হয়নি।’
জামাল হোসেন নামের একজন প্রতিবেশী বলেন, জানালার সঙ্গে যেভাবে ওই গৃহবধূর ফাঁস দেওয়া লাশ পাওয়া গেছে তা রহস্যজনক।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, খবর পেয়ে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) মর্গে পাঠানো হবে। প্রাথমিক তদন্তে তাঁর মৃত্যু অস্বাভাবিক লাগছে।