হোম > অপরাধ > রাজশাহী

টাকা ছিনতাইয়ের নাটক সাজিয়ে ফেঁসে গেল দুই বন্ধু

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রামে ১৪ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের নাটক সাজিয়ে ফেঁসে গেলেন দুই বন্ধু। সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ ও তদন্তের পর তাঁদের আটক করে পুলিশ।

আজ শুক্রবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এসব তথ্য জানান। এর আগে পুলিশ গতকাল বৃহস্পতিবার তাঁদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন উপজেলার ভাটরা ইউনিয়নের বিলশা গ্রামের জিয়াউল হক জিয়া (৩৩) ও সোহেল রানা (৩০)। তাঁদের বিরুদ্ধে আজ থানায় মামলা করেন চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার ষাঁড়বুরুজ গ্রামের ধান ব্যবসায়ী মিনার আলী।

বিজ্ঞপ্তিতে ওসি বলেন, চাঁপাইনবাবগঞ্জের ধান ব্যবসায়ী মিনার আলীর সঙ্গে নন্দীগ্রামের জিয়াউল হক ও তাঁর বন্ধু সোহেল রানার দীর্ঘদিনের ধান ব্যবসা-সংক্রান্তে সম্পর্ক গড়ে ওঠে। এ উপজেলা থেকে ধান কিনে তাঁরা বিভিন্ন কোম্পানিতে সরবরাহ করতেন। ব্যবসার লেনদেনের টাকা সোহেল রানার ইসলামী ব্যাংক নন্দীগ্রাম শাখার অ্যাকাউন্টে পাঠানো হতো। এ নিয়ে দুই বন্ধু জিয়াউল হক ও সোহেল রানা মিনার আলীর টাকা আত্মসাৎ করার ফন্দি আঁটে। একপর্যায়ে গত বুধবার মিনার আলীর কথামতো এরোমেটিক অ্যাগ্রো অ্যান্ড ফুড লিমিটেডের মালিক ২১ লাখ টাকা পাঠিয়ে দেন সোহেলের অ্যাকাউন্টে।

এদিকে মিনারের কথামতো ৫ লাখ ২৫ হাজার টাকা দুটি অ্যাকাউন্টে পাঠায় সোহেল। ধান কেনার বাকি ১৫ লাখ ৭৫ হাজার টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে যান তাঁরা। ওই দিন সন্ধ্যায় মিনারকে ফোন করে সোহেল জানান, ব্যাংক থেকে ফেরার পথে টাকা ছিনতাই হয়ে গেছে। সোহেলের বাবা ও ভাটরা ইউনিয়ন পরিষদের (ইউপি) মকবুল হোসেন থানায় কল করে জানান, উপজেলার সিমলা বাজার থেকে এক কিলোমিটার পশ্চিমে ঢাকারগাড়ি ব্রিজ এলাকায় তাঁর ছেলের ব্যবসায়ী পার্টনার জিয়াউল হক ডাকাতির কবলে পড়েন। এ সময় সঙ্গে থাকা টাকাগুলো নিয়ে গেছে।

ওসি আরও বলেন, টাকা ছিনতাই অভিযোগ নিয়ে বুধবার রাতেই থানায় আসেন জিয়া ও সোহেল। অভিযোগে লিখেছিলেন ব্যাংক থেকে টাকা তুলে জিয়া মোটরসাইকেলে ফেরার পথে সন্ধ্যায় টাকার ব্যাগ ছিনতাই হয়। পৌরসভার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে টাকা ছিনতাই নাটকের রহস্য উন্মোচন হয়। অবশেষে নিজেদের সাজানো নাটকে ফেঁসে গেলেন দুই বন্ধু। তাঁদের দুজনের তথ্যের ভিত্তিতে ১৪ লাখ ৭৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়