নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে বরই পাড়তে নিষেধ করায় কাজেম আলী বিদ্যুৎ (৪০) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত কাজেম নগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম স্কুলপাড়া মহল্লার বাসিন্দা।
নিহতের পরিবার জানায়, আহত অবস্থায় কাজেমকে দুপুর সাড়ে ২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, ছুরিকাঘাতে নিহত কাজেমের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
রাজশাহী নগর পুলিশের (আরএমপি) মুখপাত্র রফিকুল আলম জানান, নাসিম ও আকাশ নামের দুই তরুণ দুপুরে কাজেমের বাড়ির গাছ থেকে বরই পাড়ছিলেন। তখন তিনি বরই পাড়তে নিষেধ করেন। এ কারণে কাজেমের সঙ্গে বাগ্বিতণ্ডা জড়ান দুই তরুণ। কথা-কাটাকাটির একপর্যায়ে কাজেমের পেটে ছুরিকাঘাত করে।
রফিকুল আলম আরও জানান, ঘটনার পর নাসিম ও আকাশ পালিয়েছেন। তাঁদের আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়ের প্রস্তুতি চলছে।