হোম > অপরাধ > রাজশাহী

শিক্ষকতার পাশাপাশি গাঁজা চাষে বাড়তি আয়ের পথ খুঁজছিলেন তিনি 

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

একসময় ইয়াবা সেবন করতেন। এতে টাকা খরচ হতো বেশি। খরচ কমাতে শুরু করেন গাঁজা সেবন। মাথায় চেপে বসে গাঁজাও তো কিনে সেবন করতে হয়। যদি গাছই লাগানো যায়! এতে নিজের চাহিদা যেমন পূরণ হবে তেমনি বিক্রি করে বাড়তি আয় করা যাবে। এমন পরিকল্পনা থেকেই বাড়ির পাশের বাগানের মধ্যে গাঁজার গাছ রোপণ করেন নবুয়াত হোসেন (২৩)। 

গত রোববার সন্ধ্যায় গাঁজাসহ তাঁকে আটকের পর এমন তথ্য পুলিশকে জানায় নবুয়াত হোসেন। তিনি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার বরইতলি মধ্যপাড়া গ্রামের মৃত সাইফুল ইসলাম তালুকদারের ছেলে। 
 
আজ সোমবার বিকেলে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত। 

ওসি বলেন, নবুয়াত হোসেন এক সময় কাজীপুর উপজেলা আদর্শ একাডেমিতে খণ্ডকালীন শিক্ষকতা করতেন। সেখান থেকে তাঁকে বের করে দেওয়া হয়। পরে অন্য একটি প্রাইভেট স্কুলে শিক্ষকতা শুরু করেন। তিনি একটি কলেজের সম্মান তৃতীয় বর্ষের ছাত্রও। অধিক লাভের আশায় গাঁজা চাষ শুরু করেন। বাড়ির পাশের বাগানে গাঁজা গাছ লাগিয়ে ঝাউগাছ দিয়ে আড়াল করে রাখতেন। জব্দ ১০ ফুট উচ্চতার গাঁজার গাছটির ওজন প্রায় সাড়ে চার কেজি। 

ওসি আরও বলেন, গতকাল গোপন সংবাদে অভিযান চালিয়ে বাড়ির পাশ থেকে গাঁজার গাছসহ তাঁকে আটক করা হয়েছে। আজ সকালে তাঁকে জেলে পাঠানো হয়েছে।

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়