হোম > অপরাধ > রংপুর

স্বপ্নপুরীর কর্মচারীদের সঙ্গে জবি শিক্ষার্থীদের সংঘর্ষে গ্রেপ্তার আরও ৩ 

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিনোদনকেন্দ্র ‘স্বপ্নপুরীতে’ ঘটে যাওয়া সেখানকার কর্মীদের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় আরও তিনজনকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে গ্রেপ্তারের এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার কুশদহ ইউনিয়নের দামাইল এলাকার মো. আজিজুর রহমান (২৫), একই ইউনিয়নের গিলাঝুকি লালঘাট এলাকার মো. মালেক (৪০) ও উত্তর খালিফপুর কাটাবাড়ী গ্রামের মো. শফিকুল ইসলাম (২৫)।

গত রোববার রাতে অনামিকা আক্তার নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের এক শিক্ষার্থীর করা মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এর আগে আরও আটজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে মোট ১১ জনকে গ্রেপ্তার করা হলো।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ আজকের পত্রিকাকে বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্বপ্নপুরীর কর্মচারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাদের কোর্টে পাঠানো হবে।’

উল্লেখ্য, গত রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়র ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক, শিক্ষার্থীসহ মোট ৮১ জন দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে শিক্ষা সফরে যান। পরে বিকেলে তাঁরা বিনোদনকেন্দ্র স্বপ্নপুরীতে যান। সেখানে ঘুরে বেড়ানোর একপর্যায়ে কিছু শিক্ষার্থী স্বপ্নপূরীর ভেতরে ঘোড়ার গাড়ি রাইডে ওঠেন এবং রাইড থেকে নেমে আসার সময় এক শিক্ষার্থী ভুলবশত তাঁর ব্যাগ ফেলে যান। পরে অনামিকা আক্তার নামের এক শিক্ষার্থী ব্যাগটি নিতে গেলে কর্মচারীদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জবির একজন শিক্ষকসহ আরও কয়েক শিক্ষার্থীকে বেধড়ক মারধর করেন। এতে জবির ১২ শিক্ষার্থী ও একজন শিক্ষক আহত হন।

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

সেকশন