Ajker Patrika
হোম > অপরাধ > রংপুর

ট্রেনের ছাদে পড়ে ছিল রক্তাক্ত যুবকের লাশ, শিকলে বাঁধা ছিল পা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

ট্রেনের ছাদে পড়ে ছিল রক্তাক্ত যুবকের লাশ, শিকলে বাঁধা ছিল পা

রংপুরের কাউনিয়ায় পায়ে শিকল বাঁধা অজ্ঞাতনামা এক যুবকের (২৫) রক্তাক্ত মরদেহ পড়ে ছিল ট্রেনের ছাদে। আজ সোমবার দুপুরে কাউনিয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা কুড়িগ্রাম এক্সপ্রেসের বগির ওপর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। 

বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া রেলওয়ে স্টেশন মাস্টার হোসনে মোবারক। তিনি বলেন, দুপুর ১টার দিকে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি কাউনিয়া স্টেশনে আসে। স্টেশনে ট্রেনটি দাঁড়ানোর পর প্ল্যাটফর্মে থাকা লোকজন কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের শেষের দিকে ঠ-বগির ওপরে রক্তাক্ত অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখতে পায়। বিষয়টি রেলওয়ে ফাঁড়ি পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হয়। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ট্রেনের ছাদ থেকে এক পায়ে শিকল বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা ওই কিশোরের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। 

স্টেশনের প্ল্যাটফর্মের লোকজন জানান, তাঁরা ট্রেনের ছাদ থেকে বগিতে রক্ত গড়িয়ে পড়তে দেখে থেকে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে ট্রেনের ছাদ থেকে মরদেহ উদ্ধার করে। 

কাউনিয়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ আব্দুল মতিন জানান, অজ্ঞাতনামা ওই যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে। এ ব্যাপার আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় স্কুলশিক্ষক গ্রেপ্তার

গাইবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতার ওপর হামলা

খানসামায় বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ইউএনও

বিএনপির নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ

হাবিপ্রবিতে ৫ কর্মকর্তা-শিক্ষার্থীকে পুলিশে দিলেন বৈষম্যবিরোধীরা

মধ‍্যরাতের সংবাদ সম্মেলনই বলে দেয় অবস্থা কতটা ভয়াবহ: দুদু

রংপুরে হেজবুত তাওহীদ ও স্থানীয় জনতার সংঘর্ষ-আগুন, নেতৃত্বে আ. লীগ নেতা

স্কুল থেকে বিদায়ের আগের দিনেই চিরবিদায়

বৃদ্ধাকে এসিড নিক্ষেপের অভিযোগ, পুলিশ বলছে ‘সন্দেহজনক’

২০০ বছরের মাঠ কেটে পুকুর, উজাড় গাছও