Ajker Patrika
হোম > অপরাধ > রংপুর

তিস্তা থেকে দুই সহোদর বোনের মরদেহ উদ্ধার, বাবা পলাতক

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

তিস্তা থেকে দুই সহোদর বোনের মরদেহ উদ্ধার, বাবা পলাতক

গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর ধার থেকে দুই বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বিকেল ৪টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের পাড়া সাদুয়ার চর এলাকায় তিস্তা নদীর কোল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। 

দুই বোন হাসি খাতুন (১২) ও খুশি খাতুন (১৪) ওই ইউনিয়নের কানি চরিতাবাড়ি গ্রামের হামিদুল ইসলামের মেয়ে। 

স্থানীয়রা জানায়, দুপুরে তিস্তা নদীর ধারে দুটি মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে মরদেহ দুটি উদ্ধার করে। 

এ নিয়ে হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান নাফিউল ইসলাম সরকার জিমি জানান, হামিদুল প্রায় ১৫ বছর আগে কুড়িগ্রাম জেলার বজরা গ্রামে বিয়ে করেন। তাঁর দুই সন্তান হাসি ও খুশি। তিন বছর আগে হামিদুল স্ত্রীকে তালাক দেন। এরপর থেকে হাসি ও খুশি মায়ের সঙ্গে কুড়িগ্রামে নানার বাড়িতে থাকে। পাঁচ দিন আগে হাসি ও খুশিকে ঈদের জামা কিনে দেওয়ার কথা বলে ডেকে আনেন হামিদুল। তিন দিন বাবার সঙ্গে থাকার পর তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। 

চেয়ারম্যান আরও বলেন, ‘তালাকপ্রাপ্ত স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে হামিদুল দুই মেয়েকে হত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেশী ও এলাকাবাসীও এমন সন্দেহ করছে।’ 

সুন্দরগঞ্জ থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, ‘ধারণা করা হচ্ছে মরদেহ দুটি দুই-তিন দিন আগের। তবে তারা পানিতে ডুবে মরেছে নাকি হত্যার স্বীকার হয়েছে তা জানতে তদন্ত চলছে।’ 

প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলেই ধারণা করছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে হামিদুল পলাতক।

সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের সেই ‘বড় ভাই’ আটক

ঠাকুরগাঁওয়ে ন্যায্যমূল্যে ডিম-মুরগি বিক্রি শুরু

অনশন ভেঙে কাজে ফিরেছেন বড়পুকুরিয়া কয়লাখনির কর্মচারীরা

ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আটক

ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রোকন গ্রেপ্তার

দুটি ড্যামই অকার্যকর সেচের খরচ দ্বিগুণ

হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে সাবেক এমপি আফতাব উদ্দিন

নিরাপত্তা চেয়ে ঠাকুরগাঁও ইউএনও কার্যালয়ে অবস্থান

নীলফামারী মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ

অপরাধী পুলিশ সদস্যদের বিচার করে বাহিনীর গৌরব ফেরানো হবে: আইজিপি