রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বহিরাগতদের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়া হয়। এতে চারজন শিক্ষার্থী আহত হয়েছেন। আহত একজনের নাম মারুফ। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১১ ব্যাচের শিক্ষার্থী। অপর তিনজন হলেন ম্যানেজমেন্ট বিভাগের ১১ ব্যাচের ফারুক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১২ ব্যাচের মাসুদ ও স্বপন।
পুলিশ জানিয়েছে, ক্যাম্পাসের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী আজকের পত্রিকাকে বলেন, ‘ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয়েছে শুনে এসেছি। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি। সংঘর্ষে চারজন শিক্ষার্থী আহত হয়েছে।’
রংপুরের উপপুলিশ কমিশনার আবু মারুফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এর পরেও আমরা কঠোর নজর রাখছি। এখনো কোনো পক্ষের অভিযোগ পাইনি।’