হোম > অপরাধ > রংপুর

আখখেতে গাঁজা চাষ করায় চাষি গ্রেপ্তার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় আখখেত থেকে সাড়ে ৩ কেজি ওজনের দুইটি গাঁজার গাছ এবং শুকনা ২০০ গ্রাম গাঁজাসহ আয়নাল হক (৬৫) নামে এক চাষিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার তাঁকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল রোববার উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিশ্বর গ্রামে নিজ বসতবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার আয়নাল হক বালাপাড়া ইউনিয়নের হরিশ্বর গ্রামের মৃত হাতেম আলীর ছেলে। 

এ বিষয়ে কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) সাজু মিয়া বলেন, ‘আয়নাল হক বিক্রির উদ্দেশ্যে নেশাজাতীয় মাদকদ্রব্য মজুত করে রেখেছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে হরিশ্বর গ্রামে গতকাল বেলা ৩টার দিকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্যারের নির্দেশনায় সঙ্গীয়ও ফোর্সসহ আয়নাল হকের বসতবাড়িতে তল্লাশি চালায়। এ সময় পলিথিনে মোড়ানো ২০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর আয়নাল হকের দেওয়া তথ্যমতে, তাঁর আখখেতে রোপণ করা সাড়ে ৩ কেজি ওজনের দুইটি গাঁজার গাছ উদ্ধার করা হয়।’ 

এসআই আরও বলেন, ‘ঘটনার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আয়নাল হককে অভিযুক্ত করে মামলা দায়ের করেছি।’ 

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়নাল হক স্বীকার করেছেন যে, তিনি পুলিশ এবং গ্রামের লোকজনের আড়ালে দীর্ঘদিন ধরে গাঁজা চাষ করছেন। 

ওসি আরও বলেন, আয়নাল হকের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা করা হয়। আজ তাঁকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। 

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ