জয়পুরহাটে ১৩৮ বোতল ফেনসিডিলসহ চার নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জয়পুরহাট রেলস্টেশন থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের দেহ তল্লাশি করে ফেনসিডিলগুলো জব্দ করা হয়।
গ্রেপ্তার সবাই দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার পূর্ব জগন্নাথপুর ও মৌপুকুর এলাকার বাসিন্দা। তাঁরা হলেন-ইতি (২৭), মনোয়ারা বেগম (৩৬), আনোয়ারা (৪৪) এবং মেরিনা (৪৬)।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে জয়পুরহাট র্যাব-৫, ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানান, চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কয়েকজন নারী মাদক কারবারি বিশেষ কায়দায় ফেনসিডিল নিয়ে ঢাকায় যাচ্ছেন। গোপন সূত্রে এমন খবর পেয়ে, বিশেষ অভিযান চালিয়ে তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাঁদের দেহ তল্লাশি করে ১৩৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সান্তাহার রেলওয়ে থানায় দায়ের করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।