হোম > অপরাধ > রংপুর

ভেজাল সার-কীটনাশক উৎপাদনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা 

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে ভেজাল সার ও কীটনাশক উৎপাদন ও বিপণনের অপরাধে ‘ক্রপটেক বাংলাদেশ লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বিকেলে এ অর্থদণ্ড দেন আদালতের বিচারক ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জয়পুরহাটের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন—র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর মোস্তফা জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানা প্রমুখ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ক্রপটেক বাংলাদেশ লিমিটেডের কৃষি পণ্য উৎপাদনের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কোম্পানির এমডি কামাল উদ্দীন কারখানার উৎপাদন বন্ধ রাখেন। কিন্তু কোম্পানির চেয়ারম্যান তরিকুল ইসলাম অবৈধভাবে কৃষি পণ্য উৎপাদন করে আসছিলেন। এরপরে অভিযোগের ভিত্তিতে গত ১ সেপ্টেম্বর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পণ্যের লাইসেন্স নবায়ন না করা পর্যন্ত ওই কারখানায় উৎপাদন বন্ধের মৌখিক নির্দেশ দেন। কিন্তু প্রতিষ্ঠানটির চেয়ারম্যান তরিকুল ইসলাম ওই আদেশ অমান্য করে ভেজাল কৃষি পণ্য উৎপাদন অব্যাহত রাখেন। ওই কোম্পানির এমডি কামাল উদ্দীনের অভিযোগও এমন। বিষয়টি র‍্যাবের নজরে আসলে, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জয়পুরহাটের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, ‘আমরা ও র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের যৌথ অভিযানে ‘ক্রপটেক বাংলাদেশ লিমিটেড’ নামে একটি কৃষি পণ্য উৎপাদনকারী কোম্পানিকে ভেজাল সার তৈরি ও দৃশ্যমান কিছু অপরাধের কারণে ৫০ হাজার টাকা জরিমানা করেছি। পরীক্ষার জন্য কিছু পণ্য স্যাম্পল হিসেবে সংগ্রহ করেছি। এসব পণ্য পরীক্ষা করে ভেজাল প্রমাণিত হলে, সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।’

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ