Ajker Patrika
হোম > অপরাধ > রংপুর

বাড়ির ফটকে পড়ে ছিল ব্যবসায়ীর গলাকাটা লাশ

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

বাড়ির ফটকে পড়ে ছিল ব্যবসায়ীর গলাকাটা লাশ

দিনাজপুরের বিরামপুরে ব্যবসায়ী হাবিবুর রহমানের (৪০) গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে বাড়ির সামনের প্রধান ফটকে তাঁর মরদেহ পাওয়া যায়। 

নিহত হাবিবুর রহমান পৌর এলাকার চাঁদপুর মহল্লার মৃত মনছের আলীর ছেলে। তিনি কাঁচামালের ব্যবসায়ী ছিলেন। এর আগে গতকাল বুধবার মধ্য রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে ফেলে রেখে যায়। 
 
নিহতের স্ত্রী সুলতানা বেগম বলেন, ‘প্রতিদিন মতো বিরামপুর কলেজ বাজারের বটতলীতে কাঁচামালের দোকানে কাজ সেরে গতকাল রাত ১১টার দিকে বাড়িতে আসে। রাতের খাবার খেয়ে বাড়ির মেইন গেটের বাইরে তালা লাগিয়ে বের হয়ে যায়। গভীর রাত হওয়ার কারণে আমি ও আমার মেয়ে ঘুমিয়ে পড়ি। আজ ভোরে বাইরে দরজা খুলতে গিয়ে বাইরের গেট বন্ধ দেখতে পেয়ে আমার ছোট ছেলে প্রাচীর টপকে বের হয়। এ সময় গেটের সামনে তার বাবার গলাকাটা লাশ দেখতে পায়।’ 

সকালে খবর পেয়ে বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ও বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রতকুমার সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। 

ওসি বলেন, দুর্বৃত্তরা হবিবুর রহমানকে হত্যা করে বাড়ির সামনে ফেলে রাখে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম হত্যার রহস্য উদ্ঘাটনের জন্য ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে দিনাজপুর এম রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ পাঠানো হয়েছে। হত্যা মামলার প্রস্তুতি চলছে।

নীলফামারীর সাবেক এমপি আফতাব উদ্দিন রংপুরে গ্রেপ্তার

তিস্তায় হাঁটুপানি, বেকার ৪ হাজার জেলে-মাঝি

সরকারি অ্যাম্বুলেন্স সংকট, রোগী জিম্মি বেসরকারিতে

দিনাজপুরে নেসকোর গুদামঘরে আগুন, পুড়ল ১ ঘণ্টা ধরে

লালমনিরহাটে নারীর মাথাবিহীন লাশ উদ্ধার

ঠাকুরগাঁও কারাগারে দেখা করতে আসা স্বজনদের ভোগান্তি

বিস্ফোরক মামলায় ‘জয় বাংলা’ কারাগারে

গঙ্গাচড়ায় জাল টাকা দিয়ে বাজার করতে গিয়ে নারী আটক

কৃষকের জমি দখল করে আ.লীগ নেতার চাতাল

রংপুরে অস্ত্রসহ যুবলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার