হোম > অপরাধ > রংপুর

বন্ধুসহ নিজের স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবক কারাগারে

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধায় বন্ধুকে দিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগে স্বামী আশরাফুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে গ্রেপ্তার আশরাফুল আলমকে (৩২) আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার মধ্য গড্ডিমারী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

স্থানীয়রা অভিযোগ করেন, বুধবার রাতে ওই গৃহবধূকে তাঁর বাবার বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন স্বামী আশরাফুল। পরে তাঁকে বাবার বাড়িতে না নিয়ে এক পরিচিতের বাড়িতে ওঠেন। ওই রাতেই প্রথমে স্বামী, এরপর তাঁর বন্ধু জামাল হোসেন গৃহবধূকে নির্যাতন ও জোড় করে ধর্ষণ করেন। 

বৃহস্পতিবার সকালে জোর করে ওই গৃহবধূকে তার বাবার বাড়ি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেন আশরাফুল। পরে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে অভিযুক্ত স্বামী আশরাফুলকে আটক করে থানায় নিয়ে যায়। পরে ওই গৃহবধূকে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। পরে তাঁর উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়। 

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কর্মকর্তা ডা. জুয়েল রানার মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি। 

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, স্বামীর সহযোগিতায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে স্থানীয়রা আশরাফুলকে আটক করে পুলিশে দেয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ